নিউজ ডেস্কঃ ভক্তি কি শুধুমাত্র মানুষই করে।এ ধারণা ভুল।কারন ভালোবাসার কাছে সবাই হার মানে।কুকুর প্রভুভক্ত প্রানী।প্রভুর জন্য কি না করে সে প্রান পর্যন্ত দিয়ে দেয়।তবে কুকুরের পরে অন্য পশু পাখিরাও কম নয়।তবে যদি ভগবান ভক্তি করার কথা বলা হয় তাও হনুমান মন্দিরে হনুমানের ভক্তি।অবাক লাগবে হয়তো কিছুটা।
কিন্তু ঘটনা তেমনি কারন সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে হনুমান মন্দিরে পুজা করছেন ঐ মন্দিরের পুজারি।আর কোথা থেকে এক হনুমান এসে কখনও তার মাথায় বসে হনুমান চালিশা পাঠ শুনছে তো কখনও মাথা থেকে নেমে পূজারির পাশে বসে পুজাপাঠ দেখছে হাতজোর করে।এই ভিডিও বর্তমানে স্যোশাল মিডিয়ায় ভাইরাল।দেখে নিয়েছে মিলিয়ন নেট জনতা।আপনিও দেখে নিন দেরী না করে।