নিউজ ডেস্ক: শিশুকালে আমাদের দুষ্টুমি কমিয়ে রাখতে বাবা মায়েরা কতইনা বোকা বানিয়ে রাখতো আমাদের। কখনও হয়তো শুনতাম পেপের বীজ পেটে গেছে যাহ!এবার কি হবে! খেলার নেশায় বুদ থাকায় তাড়াহুড়ো করে খেতে বসে অনেক সময় হয়তো পেপে খেতে গিয়ে দেখা গিয়েছে যে বীজ পেটে চলে গিয়েছে।
স্বাভাবিক প্রশ্ন জাগতো মনে এবার কি হবে।অভিভাবকেরা হয়তো উত্তর দিতো কি আর হবে হয় বের হয়ে যাবে নয়তো গাছ হবে। আর তারপর প্রশ্ন করতেই বলতো মাথা ফেটে গাছ বড় হবে আর কান দিয়ে পাতা বেরোবে। এমনভাবেই কেটেছে নব্বই দশকের ছেলেমেয়েদের শিশুবেলা।
যদিও এখনকার বাচ্চারা আর তেমন গল্প শুনতে পায়না খুব বেশি।তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।যেখানে দেখা যাচ্ছে একটি শিশু কন্যাসন্তান কান্নাভেজা গলায় বলছে আমার পেটে বাবলগাম ঢুকেছে গাছ হয়ে যাবে।
আবার দেখা যাচ্ছে মেয়েটি তার বাবাকে ফোন করে বলছে আমার পেটে বাবলগাম ঢুকেছে পেট কাটতে হবে না তো?এই মিস্টি বাচ্চার ভিডিওটি মূহুর্তে ভাইরাল হয়েছে ফেসবুকে।