নিউজ ডেস্কঃ অভিনব উদ্যোগে প্রতিমা বিসর্জন দেওয়া হলো রানাঘাটে।করোনা পরিস্থিতির মধ্যে যেহেতু বিসর্জনের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। আর সেটা পালন করতে গিয়ে যে এমনভাবে প্রতিমা বিসর্জন হবে তা ছিলো অনেকেরই অজানা।
স্যোশাল ডিসটেন্স মানতে এবার প্রতিমাকে ট্রলিতে করে বিসর্জন দেওয়া হলো।ভিডিওতে দেখা যাচ্ছে নদীর পাড়ে ট্রলিতে উঠিয়ে সেটি পাটাতনে উঠিয়ে ধীরে ধীরে প্রতিমাকে নামিয়ে দিচ্ছেন দুজন যুবক। যেমন ভিড় হয়নি তেমনি ছিলোনা কোন দূর্ঘটনার ভয়।
এই ভিডিও প্রকাশ পাবার পর সবাই প্রশংসা করেছেন এই উদ্যোগের। আরজে প্রবীণ ও শ্রীন্জয় মুখার্জি এই ভিডিও শেয়ার করেছেন সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে। বর্তমানে সবার টাইমলাইনে ঘুরতে ঘুরতে ভিডিওটি রীতিমতো ভাইরাল।