করোনা আবহে লকডাউনের কারনে বাড়িতে বসে কাজ চালাতে হয়েছে অনেককেই। অফিসিয়াল মিটিং হোক বা অন্যান্য কাজ বাড়িতে বসে করতে গিয়ে একমাত্র ভরসা ‘জুম কল’।আর এই জুম কল যে এত মজার হবে তা বোধ হয় ঘুনাক্ষরেও ভাবেনি অনেকেই।হর্ষ গোয়েঙ্কা ও আনন্দ মহিন্দ্রাও ভীষণ মজা পেয়েছেন এই ভিডিও দেখে। হেসে কুটিপাটি আমজনতা।
Zoom call …..so funny 😄 😄😄pic.twitter.com/6SV62xukMN
— Harsh Goenka (@hvgoenka) February 19, 2021
ভিডিওতে দেখা গিয়েছে কোন এক মাঝবয়সী ব্যাক্তি জুম কলে জরুরী কোন মিটিংয়ে ব্যাস্ত।হঠাৎই পাশে তার স্ত্রীর আগমন।যেমনটি হঠাৎই আগমন তেমনি হঠাৎই আচমকা স্বামীর গালে চুমু দিতে উদ্দত হন স্ত্রী।এই ঘটনায় হকচকিয়ে স্বামী নিজেকে সামলে নেন। নিজেকে কোনরকম সামলে নিয়ে জুম কলের মধ্যেই স্ত্রীকে কিছুটা ধমকের সুরে তিনি বলেন,’এসব হচ্ছে কি?কি করছো।’যাই হোক শেষমেশ স্ত্রী চুমু দিয়ে রোমান্টিক মূহুর্ত তৈরী করতে না পারলেও,এই ঘটনায় দেদার মজা পেয়েছেন নেটজনতা।হেসে কুটিপাটি তারা।