Home আন্তর্জাতিক ভাগ্যের ফেরে ৮৯ বছরের বৃদ্ধ পিত্‍জা ডেলিভারি বয় ! পেলেন ৯ লক্ষ...

ভাগ্যের ফেরে ৮৯ বছরের বৃদ্ধ পিত্‍জা ডেলিভারি বয় ! পেলেন ৯ লক্ষ টাকা বকশিস !

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ আমেরিকাবাসী ডারলিন নেইভ,বয়স ৮৯ বছর পেশায় একজন পিৎজা ডেলিভারি বয়। হ্যা ঠিকই শুনেছেন কারন এই বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি পিৎজা ডেলিভারি দিয়ে সংসার চালান।

আর হঠাৎ একদিন ডেলিভারি দিতে গিয়ে পরিচয় হয় ৩২বছর বয়সী গ্লাডি ভেলজ নামের এক মহিলার সাথে। মহিলাটি এত বয়স্ক মানুষের পিৎজা ডেলিভারি করা দেখে খানিকটা অবাক হন এবং গল্প জমান ঐ ডারলিনের সাথে। গল্প করতে করতেই তিনি ভিডিও করেন ঐ বৃদ্ধের।

আরও পড়ুন :  মহাকাশে ১৫০ বছর ধরে চলছে তারা-বাজির খেলা ছবিটি শেয়ার করে, NASA বিদায় ২০২০ স্বাগত ২০২১ জানালেন

এরপর ঐ ভিডিওটি মহিলা শেয়ার করেন টিকটকে। কিন্তু এখানেই শেষ নয় পরপর পিৎজা ডেলিভারির জন্য ঐ বৃদ্ধকেই ডাকেন ঐ মহিলা।আর প্রত্যেকবার একটি করে ভিডিও বানিয়ে স্যোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রায় ১২ হাজার ডলার সংগ্রহ করেন ঐ মহিলা যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৯লক্ষ টাকা।

আরও পড়ুন :  শুধুমাত্র টাইপ করে একের পর এক অসাধারণ সব ছবি অঙ্কন করে তাক লাগিয়ে দিয়েছেন এই শিল্পী, দেখুন সেই ভিডিও
আরও পড়ুন :  'রাজ্যে ফের শুরু হচ্ছে লকডাউন' ,সোশাল মিডিয়ায় ছড়িয়েছে খবর,জানুন সত্যিটা

এতেই শেষ নয় সংগ্রীহিত টাকা পরদিন একটি পিৎজা বক্সে ভরে ঐ বৃদ্ধের বাড়ি পাঠিয়ে দেন ঐ ভদ্রমহিলা সাথে পাঠান একটি মেসেজ। এত টাকা পেয়ে বৃদ্ধ আনন্দে কান্না করে ফেলেন।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল