Home ভাইরাল গার্লফ্রেন্ড না পাওয়ায়! নিজেকে ফেসবুকে বেচে দেওয়ার বিজ্ঞাপন দিলেন লরি চালক

গার্লফ্রেন্ড না পাওয়ায়! নিজেকে ফেসবুকে বেচে দেওয়ার বিজ্ঞাপন দিলেন লরি চালক

নিউজ ডেস্কঃ স্বপ্ন ছিলো একজন মনের মতো প্রেমিকা পাওয়ার। আর তা না জোটায় এতটাই দুঃখ যে নিজেকে শেষমেশ ফেসবুকে বেচে দেওয়ার বিজ্ঞাপন দিলেন ঐ লরি চালক যুবক!তার মনের মতো কোন গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারেননি নামকরা ডেটিং অ্যাপগুলিও।

আরও পড়ুন :  সূঁচ ফোটানোর আগেই ভয়ে তিনি দু’বার চেয়ার থেকে পড়ে গেলেন,চিৎকার করছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিও

অ্যালান ক্লেটন নামের ঐ বছর তিরিশের যুবক ফেসবুকে নিজের বাজারিকরণ করে লেখেন এই সামগ্রীর বিক্রি রয়েছে। নিজের মনের মতো গার্লফ্রেন্ড না জোটায় রীতিমতো অবসাদ এ ভুগতে শুরু করেছিলেন তিনি। আসলে হন্যে হয়ে খোঁজ করতে থাকা গার্লফ্রেন্ড এর সমাধান সূত্র খুঁজে পাওয়ার জন্য তিনি এই বিজ্ঞাপন দিয়েছিলেন।

আরও পড়ুন :  নর্দমা পরিস্কার করতে গিয়ে উদ্ধার হয় এত বড় ইঁদুর!

আর এই বিজ্ঞাপনে সাড়াও মিলেছে প্রচুর কারণ বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই কমেন্টের ও মেসেজের ঝড় উঠেছে ইউনাইটেড কিংডমের মহিলাদের। স্কুল জীবনের থেকেই তিনি ব্যাচেলর।বাড়িতে মা-বাবা,দুই ভাই ও বোনকে নিয়ে অ্যালানের সংসার।

আরও পড়ুন :  সূঁচ ফোটানোর আগেই ভয়ে তিনি দু’বার চেয়ার থেকে পড়ে গেলেন,চিৎকার করছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিও
আরও পড়ুন :  হট লুকিংএ এই যুবতি স‍্যোশাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন বড় লোকের বেটি লো নাচটি নেচে

বন্ধুরা সংসার গুটিয়ে নিয়েছে। তবে অ্যালান যথেষ্ট আশাবাদী ডেটিং অবধি না পৌছালেও গার্লফ্রেন্ড তিনি খুঁজে পাবেন এই পোস্টের মাধ্যমেই। তবে প্রেম না হয়ে যদি সোজা বিয়ে করতে হয় তাতেও প্রস্তুত অ্যালান।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল