নিউজ ডেস্ক: বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুট নিয়ে খুবই আগ্রহ থাকে বর্তমান যুবক যুবতীদের। আর সেই কারনে চলে চলে নিত্য নতুন ড্রেস শপিং এর পর্ব ও জায়গা সিলেক্ট করার পরিকল্পনা।
সম্প্রতি কেরলের এক নব দম্পতির স্যোশাল মিডিয়ায় শেয়ার করা প্রি ওয়েডিং ফটো দেখে অবাক নেটজনতা।
শরীরে নেই কোনরকম পোশাক। শুধুমাত্র সাদা কাপড়ে একে অপরকে জড়িয়ে রেখে সম্পূর্ণ সঙ্গম মূহুর্ত্তের ধাঁচের ছিলো এই ফটো।
তাদেরকে এবিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান,”আমাদের শরীরে এমন কোন জায়গা দেখা যাচ্ছে না যা আপত্তিকর।
এর থেকে আরো খারাপ ভাবে অনেকে ফটো দেয়।”যাই হোক ভাইরাল হওয়া সেই ফটোগুলি আপনিও দেখতে পারেন।