Home বলিউড মায়ের শাড়ি দিয়ে তৈরি করলেন পাঞ্জাবি রীতেশ দেশমূখ, ভাইরাল ভিডিও

মায়ের শাড়ি দিয়ে তৈরি করলেন পাঞ্জাবি রীতেশ দেশমূখ, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ আকাশী রঙের শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছেন মা।আর সেই আঁচলে ঢেকে যাচ্ছে ক‍্যামেরা।আবার আঁচল সরে গেলেই দেখা যাচ্ছে সেই একই শাড়িতে বানানো পাঞ্জাবী পরে আছেন ছেলে রীতেশ দেশমূখ।শুধু তাই নয় সঙ্গে আছেন দুই ছেলে রিয়ান ও রাহিল।রিয়ান ও রাহিলকে বেশ হাসিখুশি দেখাচ্ছিলো এই ড্রেসে।

আরও পড়ুন :  সূঁচ ফোটানোর আগেই ভয়ে তিনি দু’বার চেয়ার থেকে পড়ে গেলেন,চিৎকার করছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিও

এবারের দিওয়ালীতে মায়ের পুরোনো নীলরঙা সেই শাড়ির ড্রেসই উৎসবের পোশাক দেশমুখ পরিবারের।স‍্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেন রীতেশ দেশমূখ। ক‍্যাপশনে লিখেছেন,’মায়ের পুরোনো শাড়ি দিয়ে বাচ্চাদের দিওয়ালীর নতুন পোশাক হয়ে গেল।

আরও পড়ুন :  মৃত্যুর ৪৫ মিনিট বাদে বেঁচে উঠলেন পর্বতারোহী, তাজ্জব হয়ে গিয়েছেন হাসপাতালের নার্সও

‘আর ভিডিওটির ব‍্যাকগ্রাউন্ডে বেজে উঠলো,’মেরে তুমহারে সবকে লিয়ে হ‍্যাপি দিওয়ালী।’রীতেশ দেশমূখের এই অভিনব ভাবনায় ভীষণ খুশি নেটজনতা।কমেন্টে উপছে পড়ছে শুভেচ্ছা বার্তা বিনিময়ে রীতেশও অনুরাগীদের শূভেচ্ছাবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন :  সুবিশাল লম্বা পাম গাছের মাথায় উঠে গাছ কাটলেন এক শ্রমিক তুমুল ভাইরাল সেই ভিডিও

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল