নিউজ ডেস্ক: আহা ঘুম!কি আনন্দ না হয় ঘুম পেলে। ঘুম পেলে যে কোন মানুষ সবকিছু ভুলে ঘুমের রাজ্যে ডুব দেয়। কোনদিকে কি ঘটছে সে আর খেয়াল থাকেনা ঘুম পেলে।তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে স্কুলে ক্লাস চলাকালীন বসে ঘুমে ঢুলুঢুলু অবস্থা।
চোখ আর পারছেনা।কখনও এদিকে হেলছে তো কখনও ওদিকে। এতটাই ঘুম পেয়েছে তার। তার সহপাঠীরা ক্লাসের পড়ায় মনযোগ থাকলেও।
বাচ্চাটি এতটাই ঘুমে বিভোর যে কোনদিকে তার মন নেই।স্যোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে।আপনিও দেখে নিন সেই ভিডিও।