Home আন্তর্জাতিক নর্দমা পরিস্কার করতে গিয়ে উদ্ধার হয় এত বড় ইঁদুর!

নর্দমা পরিস্কার করতে গিয়ে উদ্ধার হয় এত বড় ইঁদুর!

যে কোন বাড়ির আনাচে কানাচে বাস করে ইদুর। আর সুযোগ পেলেই যে কোনো জিনিস নিজের দাঁত দিয়ে কুটিকুটি করে নষ্ট করে ফেলে। এই ইদুর আবার পুজিত হয় গনেশের বাহন মূষিক রুপে।

ইদুর মূলত দু ধরনের হয় ধেড়ে ইদুর ও নেংটি ইদুর। ইদুর সাধারণত ছোট প্রজাতির প্রানী। কিন্তু মানুষের মতো উচচতাবিশিষ্ট ইদুর কোনদিন দেখেছেন? অবাক হচ্ছেন তো!ভিডিও বা ছবি দুটোই দেখে প্রথমত চমকে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন :  টানা ২৬৭ দিন ছুটি নেননি ডক্টর জোসেফের তাই রোগীর কাছে 'সুপারম্যান'

ঘটনাটি ঘটেছে মেস্কিকোতে। সেখানে একটি নর্দমা পরিস্কার করতে গিয়ে উদ্ধার হয় মানুষের মতো উচ্চতাবিশিষ্ট একটি ইদুর। আর তা দেখে অবাক স্হানীয়রা। জানা গিয়েছে এই ইদুরের মালকিন ইভলিন লোপেজ(Evelin Lopez) নামের এক মহিলা।

আরও পড়ুন :  Girlfriend-এর উপর রাগ করে, সাইকেল তুলে নিজের মাথায় মারতে থাকে অষ্টম শ্রেণীর এক প্রেমিক, ভাইরাল ভিডিও
আরও পড়ুন :  টানা ২৬৭ দিন ছুটি নেননি ডক্টর জোসেফের তাই রোগীর কাছে 'সুপারম্যান'

যিনি গত বছর হ্যালোইন(Halloween) উৎসবের জন্য এই ইদুরটি বানিয়েছিলেন।তার বানানো এই ইদুর এতটাই নিখুঁত যে নর্দমার থেকে তোলার পরও মানুষ বুঝতে পারেনি যে এটা নকল ইদুর।ইভলিন আরো বলেছেন ঝড়ের কারনে উড়ে নর্দমায় ইদুরটি পড়ে গিয়েছিল কিন্তু হাজার চেষ্টা করেও তিনি সেটাকে তুলতে পারেননি।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল