Home ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলনেন ৬ বছরের য’মজ বোন অসাধারণ কণ্ঠে জনপ্রিয় হিন্দি...

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলনেন ৬ বছরের য’মজ বোন অসাধারণ কণ্ঠে জনপ্রিয় হিন্দি গান গেয়ে (ভাইরাল ভিডিও)

তানিমুনি এতদিনে অনেকেই স্যোশ্যাল মিডিয়ার দৌলতে শুনে ফেলেছেন হয়তো নামটা। তবে ঠাকুমার আদরের তানিমুনি যে এখন স্যোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। বছর তিনেক আগে মধ্যমগ্রামে মায়ের কোলে শুয়ে শুয়ে বাবার গলায় কিশোর কুমারের গান”প্যায়ার মাঙ্গা হে তুমহি সে……”শুনে মশগুল হয়ে গিয়েছিল দুই বোন।

আরও পড়ুন :  নর্দমা পরিস্কার করতে গিয়ে উদ্ধার হয় এত বড় ইঁদুর!

আর তখন থেকেই একটু একটু করে গানের তালিম।তানিমুনির আসল নাম শ্রী দত্ত ও সৃজা দত্ত। বাবা পেশায় ইন্জ্ঞিনিয়ার হলেও গানের গলা খুব ভালো।নিজে গায়ক হতে পারেননি। তবে মেয়েদের মধ্য দিয়ে সেই স্বপ্নই পূরন করার স্বপ্ন দেখছেন তিনি।

আরও পড়ুন :  রহস্যময় এই পুরনো গাড়ি, চালক ছাড়াই ছুটছে ফিয়াট, হইচই নেটদুনিয়া দেখুন সেই ভিডিও
আরও পড়ুন :  দেওরের সাথে কোমর দুলিয়ে তুমুল নাচ বৌদির!ভাইরাল ভিডিও।

আর তানিমুনিও বেশ রপ্ত করে নিয়েছে গানকে বাবার প্রতিভার দৌলতে। আর স্যোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে এক একটি গান গেয়ে রীতিমতো বারবারই ভাইরাল হয়েছে এই দুই বোন।সম্প্রতি গোলাম ছবির গান “আতি কা খান্ডালা”গানটি ভীষনভাবে ভাইরাল। নেটিজেনদের মন জয় করে নেওয়ার জন্য ছোট্ট এই জুটির প্রত্যেকটি গানই যথেষ্ট।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল