নিউজ ডেস্ক: সুপারি বা নারকেল গাছে উঠা অত সহজ বিষয় নয়। যে কেউ এই গাছগুলোতে উঠতে পারেনা।এই গাছগুলোতে উঠার জন্য কেউ সাহায্য নেন পাটের দড়ির বা কেউ খালি পায়ের সাহায্যে এই গাছে উঠে থাকেন। তবে এতে সময় লাগে প্রচুর। এইসব গাছে উঠার সমস্যার কথা ভেবেই এবার এক কৃষক বানিয়ে ফেল্লেন একটি বাইক।যা দেখে রীতিমতো তাজ্জব নেটজনতা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে তরতর করে বাইকের সাহায্যে সুপারি গাছে উঠছে ঐ কৃষক। মেঙ্গালোরে বসবাস করা ঐ কৃষকের নাম গণপতি ভট্ট। বাইকটি সম্পর্কে ঐ কৃষক জানিয়েছেন বাইকটিতে ১ লিটার তেল ভরলে অনায়াসে ৬০-৮০ টি গাছে ওঠা যাবে। এর গতিবেগ ঘন্টায় ৬০থেকে ৮০ কিমি।
কৃষক জানিয়েছেন আমি এই বাইকে বসে যেখানে মাত্র ৩০সেকেন্ডের মধ্যেই গাছে উঠতে পারি সেখানে অন্যান্য কৃষকরা বাইক ছাড়া গাছে উঠতে সময় লাগতে পারে ১০ মিনিট। কৃষকের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নিমেষে ভাইরাল। আপনিও দেখে নিন সেই ভিডিও।