কথায় আছে সমুদ্রের তল পাওয়া গেলেও,মায়ের ভালোবাসার কোনরকম তল পাওয়া যায় না।সন্তানের প্রতি মায়ের ভালোবাসার নানারকম ঘটনা প্রায়শই আমাদের চোখে পড়ে।
এবার আবার একটি ঘটনা দেখা গেল।হয়ে যেতে পারতো নিজেরই কোনরকম দূর্ঘটনা কিন্তু সেসব না ভেবেই রীতিমতো তড়িঘড়ি ঝুঁকে গিয়ে নিজের সন্তানকে রেলিংয়ের ফাঁক থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাচালেন মা।একটু দেরি হলেই হয়তো শিশুটি প্রানে বাঁচতোনা।হয়ে যেতে পারতো বড় রকমের দূর্ঘটনা।
কিন্তু মা এমন এক ব্যাক্তিত্ব যিনি পলকে পলকে রাখেন নিজের শিশুকে। নিজের সন্তান যেন সব সময় ভালো থাকে সেটাই ভাবেন তিনি।এরই নাম মা যার কোন তুলনা হয়না কারো সাথে।