নিউজ ডেস্ক : সাপের খোলস ছাড়তে দেখেছেন কি কখনও? হয়তো উত্তর আসবে না দেখিনি। তবে কেউ দেখে থাকলেও সেটা হয়তো সংখ্যায় অনেক কম কারণ সাপ সাধারণত জনসমক্ষে খোলস ছাড়েনা।লোকচক্ষুর একদম আড়ালে তারা খোলস ছাড়ে। বৈঞ্জানিক কারনেই সাপ তার নিজের পুরোনো খোলস ছাড়িয়ে নতুন খোলসে আবৃত হয়।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার এক চিড়িয়াখানাতে একটি পাইথন নিজের খোলস ছাড়াতে গিয়ে সেই খোলসে নিজেই আটকে গিয়ে মহাবিপদে পড়েছিল। পরে তা চিড়িয়াখানা কতৃপক্ষের নজরে আসতেই সাপটিকে খোলস থেকে মুক্ত করেন চিড়িয়াখানার কর্মীরা।
আর এই পুরো ঘটনা কেউ বা কারা ভিডিও করে স্যোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।মূহুর্তে ভাইরাল হয় সেই ভিডিও।আপনিও দেখতে পারেন সেই ভিডিও।