প্রতিদিন আমাদের কত না ভাইরাল ভিডিও চোখে পড়ে। কোনটা হয়তো মজার আবার কোনটি হয়তো দুঃখের। তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি লোক গাছের মগডালে উঠে গাছ কাটছে।
আর গাছটি এতটাই লম্বা যে কাটার সময় গাছটি হেলে গিয়েছিল আর গাছের মাথা হালকা হওয়াতে মানুষটিও গাছটির সাথে দুলছিল। আপাত দৃষ্টিতে দেখলে মজার মনে হলেও ব্যাপারটি ততটাও মজার নয়।
Ever seen anyone cut a really tall palm tree?
Oh my god… pic.twitter.com/O0sde0ZCz0
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 25, 2020
কারন ঐ গাছের মগডাল থেকে পড়ে গেলে লোকটির দেহে হয়তো প্রান থাকতোনা।৩৪সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হতেই ৪.২ মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছেন। এই ভিডিও দেখার পর কেউ কেউ আনন্দ পেয়ে থাকলেও কারো মতে দুঃসাহসিক এই কাজ করেও এরা কখনও কখনও প্রাপ্য পারিশ্রমিক পান না।