Home ভাইরাল আধো আধো গলায় রবী ঠাকুরের গান গেয়ে ভাইরাল হলেন এই বাঙালি কন্যা,...

আধো আধো গলায় রবী ঠাকুরের গান গেয়ে ভাইরাল হলেন এই বাঙালি কন্যা, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক, ভাইরাল ভিডিও : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হিসেবে পালিত হয় ২২শে শ্রাবণ দিনটি। আর এই প্রয়াণ দিবসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে আধো আধো গলায় একটি গান গেয়ে ফেসবুকে সকলের মন জয় করে নিল ছোট্ট মিস্টি মেয়ে প্রঞ্জা মেধা সরকার।

বাঙালির মনেপ্রানে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা অপরিসীম। প্রঞ্জা তার স্মৃতি স্বরনে মেতে উঠে যেমন গান গেয়েছে তেমনি সোশ্যাল মিডিয়াও তার গানের ছন্দে মেতে উঠেছে। ছোট্ট এই মেয়েটি প্রত্যেকবার ঝড় তুলেছে তার এক একটি গান গেয়ে।

আরও পড়ুন :  আত্মহত্যার আগে নিজেই হাসিমুখে ভিডিও রেকর্ড করে,তারপর সবরমতীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর! দেখুন সেই ভিডিও

এইবার শুধু নয় এর আগেও অনেকবার প্রঞ্জার গান স্যোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা সবচেয়ে বেশী মুগ্ধ হয়েছিল প্রঞ্জার গলায় ভুপেন হাজারিকার তিনটি ভাষায় লেখা গানটি শুনে। প্রঞ্জার এবারের গান রবীন্দ্রনাথ এর লেখা ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’গেয়ে সুরের মূর্ছনায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে সে।

আরও পড়ুন :  শুধুমাত্র টাইপ করে একের পর এক অসাধারণ সব ছবি অঙ্কন করে তাক লাগিয়ে দিয়েছেন এই শিল্পী, দেখুন সেই ভিডিও
আরও পড়ুন :  এবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডএ নাম কোচবিহারের দেবাশীষ মুখোপাধ্যায় এর

প্রথম দিকে মানুষ ফেসবুক ব্যবহার করতো বন্ধুত্বের জন্য কিন্তু যুগ বদলে গিয়েছে বদলেছে মানুষের রুচি তাই শুধুমাত্র বন্ধুত্ব নয় স্যোশ্যাল মিডিয়া এখন প্রতিভা তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। আর আসুন যাতে এভাবে আরো প্রতিভা তুলে ধরা যায় সে চেষ্টা করি।

আরও পড়ুন :  মিলিন্দ সোমান নগ্নতার পর এবার সিঁদুর ভর্তি মুখে, ফের ভাইরাল নেট দুনিয়ায়!

প্রতিভাগুলো স্যোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। আসুন শুনে নেই ছোট্ট মেয়ে প্রঞ্জার মিস্টি সুরে গান।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল