নিউজ ডেস্ক: প্রকৃতিপ্রেমী আর্মান্দা ডি জর্জ বাস করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। সম্প্রতি তিনি তাঁর বাড়ির পাশে একটি মাকড়সা দেখেন। এরপর তিনি সেটিকে সুনিপুণ ভাবে ক্যামেরাবন্দী করেছেন।ক্যামেরা তুলে রাখার সময় তার মাথায় কি চিন্তা আসে হঠাৎই তিনি মাকড়সাটিকে বোতলে ভরে পাঠিয়ে দেন বিশেষজ্ঞদের কাছে।
‘ব্যাকওয়ার্ড জুলজি’নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে এই ছবিটি। জানা গিয়েছে এই মাকড়সা কোন সাধারণ মাকড়সা নয়।আসলে এটি একটি জাম্পিং মাকড়সা।জানা গিয়েছে আর্মান্দা সেদিন মোট দুটি মাকড়সা দেখতে পেলেও দুটিকে একসাথে রাখেননি।
এর কারণ মাকড়সা গুলো এতটাই ভয়ানক যে পরস্পর পরস্পরকে এরা খেয়ে ফেলতেও দ্বিধাবোধ করেনা।সবচেয়ে অবাক ব্যাপার নীল রঙের মায়াবী আটটি চোখ আছে এই মাকড়সার।ইতিমধ্যে মেলবর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টও ফেসবুক পেজের ঐ পোস্টটি দেখেছেন।
I’ve mentioned before that I try not to feed the wildlife, mostly because I think it leads to them getting used to…
Posted by Backyard Zoology on Saturday, 4 May 2019
নিয়ে গিয়েছেন মাকড়সাটিকে পরিক্ষা নিরীক্ষা করার জন্য।এরফলে স্বভাবতই খুব খুশি আর্মান্দা।তিনি বলেছেন,”আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি কিন্তু এভাবে গবেষণায় সাহায্য করতে পেরে আমি ভীষণ খুশি।