নিউজ ডেস্ক: রোজ কত না ভিডিও বা বার্তা স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। করোনা আবহে দীর্ঘদিন ধরে চলা লকডাউন এ মানুষ বাড়িতে বসে স্যোসাল মিডিয়ায় বেশি সময় ব্যায় করছে। আর যে যতটা পারে আপলোড করছে নিজেদের প্রতিভার এক একটি উদাহরণ।
আর নিমেষে কখনও কখনও ভাইরাল ও হচ্ছে সে সব ভিডিও।ফিল্মস্টার থেকে শুরু করে কচিকাঁচা কে নেই সেই ভাইরালের লিস্টে। তেমনি একটি নাচের ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। তবে এই ভিডিও সম্পূর্ণ আলাদা রকম। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের উর্দিধারী দুজন মহিলা হিন্দি গানের তালে নাচছেন।
তাদের সেই দূর্দান্ত নাচ দেখে নেটজনতার চক্ষু চড়কগাছ।কারণ হবেনাই বা কেন পুলিশ এভাবে নাচে এটা যে কল্পনার অতীত। তবে কেউ কেউ বলছেন আদপে তারা কি সত্যি পুলিশ? প্রশ্ন কিন্তু থেকেই যায়।তবে ভাইরাল হওয়া সেই ভিডিও আপনিও দেখতে পারেন।