নিউজ ডেস্কঃ সাপ দেখলে সবাই ভয় পায়। তবে সাপ যদি কোবরা হয় তাহলে আরো ভয়ানক বিষয়।তাতে আবার লাল কোবরা। আর সম্প্রতি এমনই একটি সাপের পাল্লায় পড়লো একটি সাধারণ কুকুর।
সাপটি গাছের ডালে নিজেকে পেঁচিয়ে ফণা তুলে কুকুরটিকে ভয় দেখালেও কুকুরটি কিন্তু একদম ভয় না পেয়ে লড়াই চালিয়ে গিয়েছে।সাপটিকে কুকুরটি রাগে গরগর করে ভয় দেখিয়েছে।
যদিও স্যোসাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা প্রসংশা করেছেন করেছেন ঐ কুকুরটির।দেখে নিন সেই ভিডিও।