
নিউজ ডেস্কঃ শীতের মরশুম চলছে।আর শীতের মরশুম মানেই বাঙালির কাছে চড়ুইভাতি।যদিওবা শীতের বিদায়বেলা খুব কাছাকাছি চলে এসেছে।তবে তাতে কি চড়ুইভাতি তে তো নিষেধ নেই।হালকা রোদ উপভোগ করতে করতে বেড়ানো ও চড়ুইভাতি তো অবশ্যই বেশ আনন্দের।
ছোট বাচ্চাদের পিকনিক থেকে পুরুষ মহিলা নির্বিশেষে বাড়িতে,বাড়ির বাইরে পিকনিক এমনকি ঘুরতে যাওয়া এই সিজনে লেগেই থাকে।পিকনিক মানেই হৈ হুল্লোড় করে সবাই মিলে আনন্দ ফুর্তি করা,রান্না বান্না ও খাওয়া দাওয়া সবকিছু।
পিকনিক সাধারণত পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অফিস আদালতের কলিগ,স্কুল ও কলেজের স্টুডেন্ট সকলেই যেতে পারে।পিকনিক মানে নাচগান,হৈ হুল্লোড়, আনন্দ ফুর্তি সমস্ত।তবে বর্তমানে ডিজে বাজিয়ে উদ্দাম নাচগান ও কখনও কখনও শালীনতার উর্ধ্বে চলে যাচ্ছে সমস্ত কিছু।প্রকাশ্য দিবালোকে চলছে মদ্যপান করা।
https://www.facebook.com/piu.biswas.148116/videos/746949339256806
সম্প্রতি একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হয়েছে।যেখানে দেখা গিয়েছে একদল মহিলা প্রকাশ্যে হাতে মদের গ্লাস ও মুখে সিগারেট নিয়ে নাচছেন।মহিলাদের এহেন আচরণ সচরাচর দেখা যায় না তাই এই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়েছে।