মহাকাশ থেকে ভোট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে

নিউজ ডেস্কঃ আগেই মহাকাশ থেকে বলেছিলেন দেশের সমস্ত নাগরিকদের ভোটদান করা উচিৎ। আর তাই তিনি সে সুযোগ মহাকাশে থাকলেও হারাতে চান না ।এবার মহাকাশ থেকেই ভোটদান করলেন মার্কিন ঐ মহাকাশচারী।
মহাকাশ স্পেস স্টেশন বুথ থেকেই ভোটদান পর্ব সারলেন নাসার ঐ বিঞ্জানী কেট রুবীনসন। গত ২৩ অক্টোবর নাসা তাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে ঐ ভোদদানের একটি ছবি পোস্ট করেছেন। গত ১৪ ই অক্টোবর দুই রুশ বিজ্ঞানীর সাথে মহাকাশ স্পেস সেন্টারে গিয়েছেন কেট।
এদিন ছবিতে দেখা যায় স্পেস সেন্টারে একটি বুথ তৈরী করা হয়েছে যার বাইরে দাড়িয়ে আছেন কেট।৩ নভেম্বরের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর তারা ফিরে আসবেন। ভোটদান করার জন্য একটি ফর্ম ইমেইল করে পাঠানো হয়।
আর সেটি পূরণ করে পাঠান কেট।তবে এবার শুধু নয় আগেও একাধিকবার কেট ভোট দিয়েছেন মহাকাশ থেকে।
From the International Space Station: I voted today
— Kate Rubins pic.twitter.com/DRdjwSzXwy
— NASA Astronauts (@NASA_Astronauts) October 22, 2020