
রেল লাইনে বা চলতি ট্রেনের সাথে সেলফির নেশা প্রাণ কেড়েছে অনেকের। রেল লাইনের ধারে নিজস্বী তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। এর জন্য দেশজুড়ে প্রচারও চলছে। তবে সেলফি নেশা থেকে মুক্ত হতে পারছেন না বর্তমান যুব প্রজন্ম।ফের চলন্ত ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে বিপত্তি ঘটল এক যুবকের সাথে।
চলন্ত ট্রেনের সাথে সেলফি নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে এক যুবক চলন্ত ট্রেনের সাথে সেলফি নিতে গিয়ে ট্রেনের গতির হাওয়ার কারনে মাটিতে পরে যায়।যুবকটি পরে গিয়ে মাটিতে গড়াতে থাকে এবং তার হাত থেকে মোবাইলটিও পরে যায়। কিছুক্ষণ পর সে নিজেই উঠে একটি দোকানের পাশে আসে। যুবকটিকে দেখে মনে হচ্ছে সে হাতে চোট পেয়েছে। এরপর একজন ব্যক্তি যুবকটির কাছে এসে দেখে যে সে কোথায় ব্যথা পেয়েছে।