নিউজ ডেস্কঃ অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা।ইতিমধ্যে কোচবিহার ও বীরভূম থেকে বিদায় নিয়েছে বর্ষা।মৌসুম ভবনের আবহবিঞ্জানীরা মনে করছেন আগামী দুদিনের মধ্যে রাজ্য থেকেও বিদায় নেবে বর্ষা। আর চলতি সপ্তাহের শেষের দিকে গোটা দেশ থেকে বিদায় নিতে পারে বর্ষা এমনটাই ভাবছেন মৌসম ভবনের কর্মকর্তারা।
১৪ অক্টোবর বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন দূর্গাপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে।তবে নিম্নচাপটি বাংলাদেশে চলে যাওয়ার ফলে সে আশঙ্কা সত্যি হয়নি।
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে যদিও।তবে বর্ষা বিদায় এর আগ মূহুর্তে হিমেল ভাব তৈরী হয়েছে।আকাশ পরিস্কার হলেও রাতে ও ভোরে হিম পড়ছে।তবে বর্ষা ও শীতের মধ্যবর্তী মূহুর্তে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকে।
সেটি হলে আবহাওয়া আবার পরিবর্তন হবে।কালিপূজোর সময় হিম পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি মাথাচাড়া দেয় এবিষয়ে সচেতন থাকতে বলেছেন চিকিৎসকরা। বিশেষ করে ভোরের ও রাতের হিমেল পরিবেশ থেকে সাবধানে থাকতে বলেছেন।