Asha Karmi Recruitment – আশা কর্মী নিয়োগ রাজ্যের বিভিন্ন ব্লকে! কিভাবে আবেদন করবেন জেনে নিন।
আপনি কি অপেক্ষা করছিলেন আপনার ব্লকে আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) নিয়ে? তাহলে আপনার জন্য সুখবর। আবারও রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাজ্যের মহিলাদের জন্য বড় সুযোগ (Asha Karmi Recruitment)! প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ হতে চলেছে।জেলা স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কি ভাবে আবেদন করবেন জানতে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। কেবলমাত্র মহিলা চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই যে কোন মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। আশা কর্মী (Asha Karmi Recruitment) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
WB Asha Karmi Recruitment 2023.
পদের নাম | আশা কর্মী (ASHA Worker) |
মোট শূন্যপদ | ৬ টি |
আবেদনের শেষ তারিখ | ৩০ মে, ২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications).
রাজ্যের এই ব্লকে মোট ৬ টি পদে আশা কর্মী (ASHA Worker) নিয়োগ করা হবে। যেখানে মাধ্যমিক পাশ মহিলা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের এবং গ্রামের বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন – PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার পাবেন ৪০০০ টাকা ! জানুন কিভাবে।
বয়সসীমা (Age Limit).
WB Asha Karmi Recruitment 2023 উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর বয়স থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন ও আবেদন পদ্ধতি।
WB Asha Karmi Recruitment 2023 উক্ত পদে রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী বর্তমানে আশা কর্মীদের মাসিক ৫,৫০০/- টাকা বেতন দেওয়া হয়। চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন নিচে আলচনা করা হল।
১) আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (purba medinipur.gov.in) থেকে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। আমরা নিচে লিংক দিয়েছি, PDF এর ৬ নম্বর পাতাটি দেখুন।
২) এরপর যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৩) এরপর প্রার্থীকে নিজের ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখঃ WB Asha Karmi Recruitment 2023 উক্ত পদের জন্য প্রার্থীরা ৩০ মে, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
- Official Notification – Click Here
- Official Website– Click Here
- Application From – Click Here