Librarian Recruitment – পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি প্রায় ৬৩২৯ শূন্যপদে কর্মী নিয়োগ, এই নিয়োগের বিস্তারিত জেনে নিন।

Advertisements

Librarian Recruitment – দীর্ঘদিন যাবত কোন ভালো চাকরির অপেক্ষায় রয়েছেন কি? তাহলে আপনার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। চাকরি প্রার্থীদের জন্য একটি দারুন নিয়োগের সুখবর রয়েছে। লাইব্রেরিয়ান সহ বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিপুল শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নতুন নিয়োগ (Librarian Recruitment) সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। এই আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল দেখে নিন।

Grpup -D and Librarian Recruitment 2023.

মোট শূন্যপদপ্রায় ৬৩২৯ শূন্যপদে
কোন কোন পদে নিয়োগগ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাশ
Librarian Recruitment 2023
Advertisements

শূন্যপদের নাম।

  • ১) TGT (শিক্ষক),
  • ২) PET (শিক্ষক),
  • ৩) লাইব্রেরিয়ান,
  • ৪) হোস্টেল ওয়ার্ডেন,

আরও পড়ুন – Civic volunteer Recruitment – রাজ্যে ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে ! যোগ্যতা কি লাগবে জানুন।

ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষক (TGT) নিয়োগের শূন্যপদের নাম।

১) TGT (Social Studies),
২) TGT (Science),
৩) TGT (Third Language),
৪) TGT (Music),
৫) TGT (Art),
৬) TGT (Hindi),
৭) TGT (English),
৮) TGT (Maths),

Advertisements

শিক্ষাগত যোগ্যতা।

Grpup -D and Librarian Recruitment 2023 এখানে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আবার কিছু পদের ক্ষেত্রে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা ও আবেদন পদ্ধতি।

উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর মধ্যে হতে হবে। এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনির চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন-

১) আবেদনের জন্য প্রথমে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
৩) রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে।
৪) আবেদনের সময় আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য দিতে হবে।
৫) সবশেষে আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন ফী জমা করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

১) জন্ম প্রমাণপত্র,
২) আধার কার্ড ও ভোটার কার্ড,
৩) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,
৪) আবেদনকারীর রঙিন পাসপোর্ট ফটো,
৫) আবেদনকারীর নিজের হাতের সই,
৬) কাস্ট সার্টিফিকেট।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ – ইতিমধ্যেই উক্ত পদগুলোতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।এই আনেদন আগামী ১৮ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।
Official Notification – https://emrs.tribal.gov.in/showfile.php?lang=1&level=1&ls_id=201&lid=139

আরও পড়ুন – PM YASASVI – কেন্দ্রের স্কলারশিপে আবেদন করলে ছাত্র-ছাত্রীরা ৭৫ হাজার টাকা পাবেন! আবেদন পদ্ধতি কি জেনে নিন।

Advertisements
Join Join