WB Hawkers Scheme – পুজোর আগে মানুষের মুখে হাসি ফোটাল সরকার,পকেটে ঢুকবে ৮০ হাজার টাকা

WB Hawkers Scheme – সামনেই পূজোর মরশুম। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। ইতিমধ্যেই পুজো কমিটিগুলোর খুঁটি পুজো থেকে শুরু করে প্যান্ডেলের থিম পরিকল্পনা, আলোকসজ্জা, স্পনসর জোগাড় করা, সমস্ত কাজই প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর পূজার মরশুম মানেই দেদার কেনাকাটা ( Marketing) সেখানে জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স গুডস, নিত্যনতুন গ্যাজেট (Gadgets) ঘর গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, কি নেই কেনাকাটার তালিকায়।

Advertisements

আর এই দুর্গাপুজোর সময়টায় রাজ্যজুড়ে একটা বিরাট অংকের টাকার ব্যবসা হয়। সারা বছর জুড়ে প্রতিটি মানুষ কাজের ব্যস্ততার মধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করেন, কবে আসবে দুর্গাপুজো (Durga Puja) আর এবার দুর্গাপুজোর আগেই ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে শপিং মল (Shopping Mall) থেকে ডিপার্টমেন্টাল স্টোর, বৃহৎ দোকানগুলিতে একটা নির্দিষ্ট পরিমাণে কেনাকাটা হলেও এখনো পর্যন্ত অধিকাংশ বাজারটাই নিয়ন্ত্রণে থাকে ছোট ব্যবসায়ী বা হকারদের।

শপিংমল সহ বড় ব্যবসায়ীদের কথা ছেড়ে দিন। তাদের নিজস্ব বড় দোকান রয়েছে, জায়গা রয়েছে। ফলে টাকার কোনো সমস্যা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হকাররা তাদের ব্যবসা বাড়াতে চাইলেও সেটা করে উঠতে পারেন না। তার কারণ, টাকার অভাব। আর সেই দিকে নজর দিয়েই পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূজোর আগে রাজ্যের পুরসভা এলাকার সমস্ত হকারদের ব্যবসা করার জন্য ৮০ হাজার টাকা ঋণ (WB Hawkers Scheme) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (West Bengal Government will Give 80 thousands rupees to Hawkers).

Advertisements

আরও পড়ুন – Sahara Refund portal – সাহারা দুর্নীতিতে সাধারণ মানুষের খোয়ানো অর্থ এবার ফেরাবে কেন্দ্রিয় সরকার

রাজ্যের সমস্ত পুরসভার এলাকার হকাররাই এই ঋণ (WB Hawkers Scheme) পাবেন। যাতে তারা এই পূজোর মরশুমে কিছুটা হলেও ব্যবসা বাড়িয়ে স্বনির্ভর হতে পারেন। উপার্জনের পরিমাণ বাড়াতে পারেন। সেই দিকেই নজর দিয়েছে সরকার। এই ৮০ হাজার টাকা ঋণ হিসেবেই হকারদের দেওয়া হবে। ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা হবে ১ বছর। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এই ঋণ দেবে। তবে রাজ্য সরকারের তরফে বেসরকারি ব্যাংকগুলিও যাতে ঋণ দেয়, সেই বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার দেখা যাক, কি পদ্ধতিতে WB Hawkers Scheme -এ হকাররা এই ঋণ পাবেন (Loan Processing for Hawkers).

কি পদ্ধতিতে হকাররা এই ঋণ (WB Hawkers Scheme) পাবেন।

১) প্রথমেই হকারদের ব্যবসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
২) সেই টাকা শোধ করতে পারলে পরবর্তীতে আরো ২০ হাজার টাকার ঋণ দেওয়া হবে।
৩) দ্বিতীয় দফার ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারলে হকাররা আরও ৫০ হাজার টাকা পাবেন।
৪) তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
৫) সমস্ত পুরসভাতেই হকাররা আবেদন করতে পারবেন। পুরসভা এলাকার হকাররা এই ঋণের জন্য আবেদন করলে ধাপে ধাপে আর্থিক সহায়তা পাবেন।

প্রতিটি পুরসভায় এই প্রকল্পের (WB Hawkers Scheme) দেখভাল করার জন্য একজন করে নোডাল অফিসার (Municipality Nodal Officer) রাখা হয়েছে। হকাররা যাতে আরো বেশি পরিমাণে ঋণ পান সেই ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সরকার।
ইতিমধ্যেই বিভিন্ন পুরসভা এলাকায় ৭৫ হাজার ২৭২ টি ঋণের জন্য আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে প্রায় 47 হাজার আবেদন অনুমোদিত হয়ে গিয়েছে। ৩৫ হাজারের বেশি হকার এর মধ্যেই ঋণ (WB Hawkers Scheme) পেয়ে গিয়েছেন। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পূজোর আগে হকারদের মুখে হাসি ফুটতে চলেছে।

আরও পড়ুন – LIC Part Time Job – LIC- তে কাজ করে মাসে প্রায় ৭০ হাজার টাকা রোজগার করুন ! কিভাবে বিস্তারিত জেনে নিন

Advertisements
Join Join