WB Health Recruitment – যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য দারুন এক খবর চলে এসেছে পশ্চিমবঙ্গের সরকার থেকে। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি তথা গ্রুপ ডি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ (WB Health Recruitment) করা হবে। স্বাস্থ্য দপ্তরের official Website -এ তাদের তরফে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা সেই Official Notification নিচে দিয়ে দিয়েছি, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা গ্রুপ সি পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গে যে কোন জায়গার স্থায়ী বাসিন্দা হলেই এই চাকরির (WB Health Recruitment) জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া কোন কোন পদে আবেদন করতে পারবেন ও তার জন্য কি যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছু আজ আমরা আলচনা করব এই প্রতিবেদনে। নিচে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হল দেখে নিন-
WB Health Recruitment 2023 Overview for Group-C and Group-D
স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Staff Nurse, Laboratory Technician, Community Health Assistant পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম | 1) Staff Nurse, 2)Laboratory Technician, and 3) Community Health Assistant |
শূন্যপদ | ২০৯ টি |
আবেদনের শেষ তারিখ | ২৫ মে ২০২৩ |
অফিসের ওয়েবসাইট | https://www.wbhealth.gov.in |
Staff Nurse মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মাসিক বেতন।
Staff Nurse পদে মোট শূন্যপদ ৩৬টি। চাকরি প্রার্থীদের নার্সিং ডিগ্রী থাকলেই এখানে আবেদনের সুযোগ পাবেন। চাকরি প্রার্থীদের বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উক্ত পদের জন্য চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন – Primary TET Certificate – জেনে নিন টেট সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি !
Laboratory Technician মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মাসিক বেতন।
Laboratory Technician পদে এখানে মোট শূন্যপদ রয়েছে – ২টি। উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পাবেন। চাকরি প্রার্থীদের বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উক্ত পদের জন্য প্রতি মাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
Laboratory Technician মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মাসিক বেতন।
Community Health Assistant পদে মোট শূন্যপদ ১৭১ টি। যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিগ্রী থাকতেই এই পদের জন্য আবেদন করা যাবে। চাকরি প্রার্থীদের বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
WB Health Recruitment উল্লেখিত পদগুলিতে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসের নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সেই আবেদনপত্রটি পুরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
Chief Medical Officer of Health,Hooghly,
New Administrative Building 1st Floor,
DRS Complex, Chinsurah,
Hooghly 712101,
আবেদনের শেষ তারিখ ( Last Date of Application).
WB Health Recruitment উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর শেষ তারিখ হচ্ছে ২৫ মে ২০২৩. এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন।যারা উচ্চমাধ্যমিক পাস তারা এখানে আবেদন করার সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।
- অফিসিয়াল নোটিফিকেশন – Download
- অফিসের ওয়েবসাইট – Visit Here