ICDS Recruitment – অষ্টম শ্রেণী পাশে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে প্রায় ২৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে!

Advertisements

ICDS Recruitment – অষ্টম শ্রেণী পাস করে আর পড়াশোনা করতে পারেননি। এই নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় দীর্ঘদিন ধরে কোন চাকরির খোঁজ করছেন কি? তাহলে আপনার খোঁজ এবার শেষ হতে চলেছে। কারন আমরা আজ একটি দারুন চাকরির খবর নিয়ে এসেছি। রাজ্যজুড়ে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস যোগ্যতায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ (ICDS Recruitment) হতে চলেছে।

জাতীয় গ্রাম উন্নয়ন কর্মসূচির অধীনে রাজ্যের প্রতিটি জেলার অন্তর্গত প্রতিটি ব্লকে ব্লকে ICDS বা অঙ্গনওয়াড়ী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ (ICDS Recruitment) করা হবে।চলুন তবে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

ICDS Recruitment 2023.

নিয়োগকারী দপ্তর : নারী ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের তরফে ICDS বা অঙ্গনওয়াড়ী সেন্টার গুলিতে
কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান : রাজ্যের প্রতিটি জেলার সকল ICDS বা অঙ্গনওয়াড়ী সেন্টারগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : মোট ২৩,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মূলত দু-ধরনের পদে কর্মী নিয়োগ (ICDS Recruitment) করা হবে। এই পদগুলি হল-

  • ১) ICDS বা অঙ্গনওয়াড়ী কর্মী বা Anganwadi
  • ২) ICDS বা অঙ্গনওয়াড়ী সহায়িকা বা Anganwadi Helper

আরও পড়ুন – Microlino EV – বাইক কেন কিনবেন ঘরে নিয়ে আসুন এই গাড়ি, একবার চার্জ দিলে চলবে প্রায় এক সপ্তাহ

শিক্ষাগত যোগ্যতা

১) অঙ্গনওয়াড়ী পদে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
২) আর অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের ক্ষেত্রে আবেদনকারী যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও মাসিক বেতন

দুটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৯,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। আর আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৪,৫০০/- টাকা বেত্ন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি ( How to Apply ICDS recruitment).

এই নিয়োগ সম্পর্কে এখনও official বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই আবেদন পদ্ধতি সমন্ধে বিস্তারিত জানা যাবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল।

১) বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)।
৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৭) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

নির্বাচন পদ্ধতি

চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাশ করলে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন – Travel Guide – কোন স্টেশনে নামলে কোথায় ঘুরতে পারবেন এবার বলে দেবে রেল

Advertisements
Join Join