Advertisement

রাজ্যের লাইব্রেরীতে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ। WB Librarian Group-C Recruitment 2023.

Advertisement

রাজ্যের ছেলেমেয়েদের জন্য খুশির সংবাদ, ফের রাজ্যের লাইবেরিয়াতে গ্রুপ সি (Librarian Group-C Recruitment) পদে প্রচুর চাকরির নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাই আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই চাকরির আবেদন করতে পারেন। আপনি যদি রাজ্য সরকারি চাকরি খুজে থাকেন তাহলে এটি একটি সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তাই নোটিফিকেশনটি সম্পূর্ণ দেখে তারপরে রাজ্যের লাইব্রেরী গ্রুপ সি পদে (Librarian Group-C Recruitment) আবেদন জানান।

রাজ্যের লাইব্রেরীতে পদে গ্রুপ সি (Librarian Group-C Recruitment) পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে রাজ্যের লাইব্রেরিয়ান পদে গ্রুপ সি পদে যে নিয়োগ হতে চলেছে তার সমস্ত বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন যেখানে আপনি দেখতে পাবেন, এই পদের জন্য কতগুলো শুন্য পদ আছ, আবেদন পদ্ধতি, শিক্ষকতা যোগ্যতা কি লাগবে, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের সময়সীমা কত দিন আছে। সব বিস্তারে জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisement

Librarian Group-C Recruitment 2023.

শূন্য পদের নাম: রাজ্যের লাইব্রেরীতে গ্রুপ সি পদে (Librarian Group-C Recruitment) এই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত লাইব্রেরিয়ান গ্রুপ সি পদে, আবেদনকারীকে নিম্নতম উচ্চ মাধ্যমিক পাশ হওয়া চাই। আপনি যদি সমমানের কোনরকম পরীক্ষা দিয়ে থাকেন তাহলেও আপনি এই পদে আবেদন জানাতে পারেন, এর পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। এছাড়াও যে কোন সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্সের কোর্স কমপ্লিট করতে হবে।

আরও পড়ুন – এই গরমে দেখে নিন উত্তরবঙ্গের সেরা ১০ টি ভ্রমণ স্থান। Ten Traveling Places of North Bengal.

আবেদন পদ্ধতি: লাইব্রেরিয়ান পদে (Librarian Group-C Recruitment) আবেদন জানাতে হলে, নিচে দেওয়ার নোটিফিকেশন থেকে আপনাকে ফর্মটা ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য ফিলাপ করে অনলাইনে অর্থাৎ ইমেইলের মাধ্যমে আপনার আবেদন পত্রটি পাঠাতে হবে। ইমেইল আইডি নিচে দেওয়া রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রয়োজনীয় ডকুমেন্টস।

উক্ত পদে (Librarian Group-C Recruitment) আবেদন করতে হলে আপনাকে প্রথমেই নোটিফিকেশন থেকে ফর্ম ডাউনলোড করে সেখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে এবং সেটিকে স্ক্যান করতে হবে এবং সাথে আপনাকে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট যে কোন একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট, উচ্চশিক্ষিত থাকলে তার সার্টিফিকেট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, কোনরকম কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটোর সাথে আবেদনকারী সিগনেচার।

বয়স সীমা ও বেতনের পরিমাণ।

উক্ত শুন্য (Librarian Group-C Recruitment) পদে আবেদনকারী কে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সেটা 0১/0১/২০২৩ বছর অনুযায়ী। আর সংশ্লিষ্ট পদে প্রতিমাসে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি ক্যাটাগরির বেতন অনুযায়ী ২২, ৭০০ থেকে ৫৮, ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

Make Money Online Tips 2023

আবেদন প্রক্রিয়া শেষ তারিখ

উক্ত পদে (Librarian Group-C Recruitment) আপনাকে আবেদন করতে হলে ইমেইলের মাধ্যমে আপনার আবেদনপত্র উপযুক্ত ডকুমেন্ট জমা করতে হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে ১৮/৪/২০১৩ আর আবেদন প্রক্রিয়া শেষ হবে ১৯-৫-২০২৩ তারিখ পর্যন্ত। সুতরাং হাতে খুবই অল্প সময় তাই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন উক্ত পদের জন্য।

নিয়োগ পদ্ধতি: উক্ত লাইব্রেরিয়ান গ্রুপ সি পদে (Librarian Group-C Recruitment) নিয়োগে আপনার আবেদন পত্রটি জমা হওয়ার পরে আপনাকে একটি 50 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে একটি ১০ নম্বরের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ জন্য ডাকা হবে। এই দুটো পদ্ধতিতে মোট যে নম্বর প্রাপ্ত হবে তার উপরে মেধা তালিকা তৈরি করা হবে। এবং পরবর্তীতে তাদেরকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন – Primary TET – খুশির বার্তা! রাজ্যে ফের নতুন করে শিক্ষক নিয়োগ, কারা আবেদন করতে পারবেন দেখুন।

Join Join