Advertisement

WB University Recruitment – রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে মোট ৭০৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন।

Advertisement

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে (WB University Recruitment) নিয়োগ। আপনি কি একটি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। ফের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুসংবাদ রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ (WB University Recruitment) করা হবে। বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

দীর্ঘদিন পর রাজ্যের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাই কলেজে চাকরি করার এই বিরাট সুযোগ হাতছাড়া করবেন না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদনের যোগ্য। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদনটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক WB University Recruitment এর বিস্তারে।

Advertisement

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে (WB University Recruitment) নিয়োগ।

  • পদের নামঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে মোট ৭০৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

আরও পড়ুন – WBCHSE HS Result 2023 – খুব সহজেই বাড়ি বসে জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কোন কোন পদে নিয়োগ।

  • নিবন্ধক- ১টি,
  • অর্থ কর্মকর্তা – ১টি,
  • লাইব্রেরিয়ান – ১টি,
  • ডেপুটি রেজিস্ট্রার- ১টি,
  • অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা- ১টি,
  • সহকারী গ্রন্থাগারিক- ৬টি,
  • সহকারী নিবন্ধক- ২টি,
  • সেকশন অফিসার-এ সহকারী/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট- ৫টি,
  • ডিভিশন ক্লার্ক/অফিস অ্যাসিস্ট্যান্ট- ২৯টি,
  • লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র অফিস অ্যাসিসট্যান্ট- টাইপিস্ট- ৯৯টি,
  • মাল্টি টাস্কিং স্টাফ – ৪০৫ টি,
  • সহকারী- ৪ টি,
  • লাইব্রেরি সহকারী- ১টি,
  • লাইব্রেরি অ্যাটেনডেন্ট- ৩০টি,
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট- ১৬টি,
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট- ৪৫টি,
  • সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) -১টি,
  • সহকারী প্রকৌশলী (সিভিল) – ১টি,
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)- ৯টি,
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) – ১টি,
  • ব্যক্তিগত সচিব- ৭টি,
  • ব্যক্তিগত সহকারী- ৮টি,
  • স্টেনোগ্রাফার- ২টি,
  • সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ২টি,
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ১৭টি,
  • সিকিউরিটি ইন্সপেক্টর- ১টি,
  • সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট- ১টি,
  • সিস্টেম প্রোগ্রামার- ৩টি,

শিক্ষাগত যোগ্যতা (WB University Recruitment).

WB University Recruitment -এ উল্লেখিত পদগুলিতে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / কম্পিউটার জ্ঞান/ডিগ্রি / গ্রেজুয়েট / পোস্ট গ্রেজুয়েট এর যে কোনো যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।তবে পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে।এর জন্য অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন প্রক্রিয়া।

WB University Recruitment -এ উপরোক্ত পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মুডে আবেদন করতে হবে।প্রার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে যে সমস্ত নথিপত্র লাগবে:-

১) শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস,
২)বয়সের প্রমাণ বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড,
৩)জাতিগত সংশয় পত্র,
৪)অভিজ্ঞতা ও অন্যান্য জরুরি ডকুমেন্টস(যদি থাকে),
৫)পাসপোর্ট সাইজের ছবি,
৬)আধার বা ভোটার কার্ড,

আবেদন ফী ও নিয়োগ প্রক্রিয়া।

অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিশ দেখে নেবেন।
আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এসব যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন।

  • অফিসিয়াল নোটিশ – https://vbharatirec.nta.ac.in/downloads/Advt%20No.1-2023.pdf
  • অফিসিয়াল ওয়েবসাইট – https://visvabharati.ac.in/
  • আবেদন ওয়েবসাইট – https://visvabharati.ac.in/

আরও পড়ুন – অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় পোস্ট অফিসে গ্রুপ-সি পদে প্রচুর কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন। | Post office Group-C Recruitment.

Join Join