WBMSC Recruitment – বিভিন্ন দপ্তরে চাকরির জন্য অনেক কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত সফল হতে পারেননি কি? তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি সুখবর। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের মিউনিসিপ্যালিটি অফিসে কর্মী নিয়োগ (WBMSC Recruitment) হতে চলেছে। কি ভাবে আবেদন করবেন ভাবছেন? আবেদন সংক্রান্ত সমস্ত কিছু জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ (WBMSC Recruitment) করে ইতিমধ্যেই আবেদন পত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক। আবেদনের শেষ দিন আর বেশি দুর নই, সময় নষ্ট না করে আজই আবেদন করুন।
পৌরসভায় কর্মী নিয়োগ (WBMSC Recruitment 2023).
পদের নাম | Sub Assistant Engineer (SAE) |
শিক্ষাগত যোগ্যতা | সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা কোর্স) |
মাসিক বেতন | মাসিক ১৬,৫০০ |
আবেদনের শেষ তারিখ | ১৬/০৫/২০২৩ বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত |
আরও পড়ুন – সবার আগে মাধ্যমিক রেজাল্ট পেতে, আজই এই ৪ টি অ্যাপ মোবাইলে ইন্সটল করুন। Madhyamik Result 2023.
শূন্যপদের নামঃ
রাজ্যের মিউনিসিপ্যালিটি অফিসে Sub Assistant Engineer (SAE) পদে কর্মী নিয়োগ (WBMSC Recruitment 2023) করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদে আবেদন করতে হলে আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা ও মাসিক বেতন।
আবেদনকারীর বয়স ১/০৪/২০২৩ অনুযায়ী ২৪-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST শ্রেনিরা ৫ বছর, OBC রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর মাসিক ১৬,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া বা How to Apply WBMSC Sub-assistant Engineer Recruitment.
আবেদনকারী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে করতে হবে পড়ুন বিস্তারিত নিচে।
১) প্রথমে একটি সাদা কাগজে সংশ্লিষ্ট পদে চাকরি করতে আগ্রহী তা জানিয়ে একটি আবেদন পত্র লিখতে হবে
২) এরপর নিজের সম্পর্কে যাবতীয় সঠিক তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে তার একটি প্রিন্ট আউট বের করতে হবে।
৩) এরপর নিজের এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করে ওই বায়োডাটায় লাগিয়ে দিতে হবে।
৪) এবার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৫) সবশেষে এই সমস্ত কিছু একসাথে খামে ভরে খামের উপর যে পদের জন্য আবেদন করেছেন তার নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
আবেদনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে।
আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে সেগুলি হল।
- ১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
- ২) আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স।
- ৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
- ৪) কাস্ট সার্টিফিকেটের (যদি থাকে) জেরক্স।
- ৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে) তাহলে তার এক কপি জেরক্স।
- ৬) দুই বা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
- ৭) নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে বানিয়ে রাখা বায়োডাটার অরিজিনাল কপি।
- ৮) সাদা প্লেন কাগজে লিখে রাখা আবেদন পত্রের অরিজিনাল কপি।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা।
উল্লেখিত পদে (WBMSC Recruitment 2023) আবেদন করতে হলে নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আবেদন পত্র জমা দিয়ে আসুন। ঠিকানাটি হল।
To,
The Commissioner,
Siliguri Municipal Corporation,
Baghajatin Road, Post-Siliguri,
Dist-Darjeeling, Pin-734001,
আবেদন করার শেষ তারিখ।
সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের (WBMSC Recruitment 2023) জন্য আবেদন পত্র জমা নেওয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে।এই আবেদন আগামী ১৬/০৫/২০২৩ বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত চলবে।
প্রার্থী বাছাই পদ্ধতি।
এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নেওয়া হবে। তাই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের এই পদে নিয়োগ (WBMSC Recruitment 2023) করা হবে।
- Official Notification – Click Here.
- Official Website – Click Here.
আরও পড়ুন – আশা কর্মী নিয়োগ রাজ্যের বিভিন্ন ব্লকে! কিভাবে আবেদন করবেন জেনে নিন।