WBPDCL Recruitment – রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন দেখে নিন।

Advertisements

WBPDCL Recruitment – রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে এই নিয়োগ (WBPDCL Recruitment) করা হবে। বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট কিছু বিভাগের প্রশিক্ষণ দিয়ে এই নিয়োগ করতে চলেছে। শুধু তাই নয়, প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা কত সমস্ত বিষয়ে আলোচনা করে হল দেখুন।

WBPDCL Recruitment 2023.

নিয়োগকারী সংস্থাWBPDCL
(ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড)
মোট শূন্যপদ৬০ টি শূন্যপদ
(UR- ৩০ টি, SC- ১৪ টি, ST- ৬ টি, OBC- ১০টি)
পদের নাম১) Technician Apprentices (Graduate in Engineering) (৩০ টি শূন্যপদ)
২) Technician Apprentice (Diploma in Engineering) (৩০ টি শূন্যপদ)
Advertisements

Technician Apprentices (Graduate in Engineering) জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা।

চাকরিপ্রার্থীদের AICTE দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, মাইনিং -এ স্নাতক ডিগ্রী প্রাপক যোগ্যতা থাকলে প্রার্থীরা এই ট্রেডগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক স্টাইপেন্ড – এই পদের ক্ষেত্রে Apprenticeship Act, 1961 অনুযায়ী ৯০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন – Govt Employees – শুধু মহিলা সরকারি কর্মী না, এবার পুরুষ কর্মীরাও পাবে এই সুবিধা। কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা!

Technician Apprentice (Diploma in Engineering) জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা।

চাকরিপ্রার্থীদের AICTE দ্বারা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট বা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা পরিষদ দ্বারা স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্সট্রুমেন্টেশনে ডিপ্লোমা ডিগ্রী প্রাপক যোগ্যতা থাকলেই এই ট্রেডগুলির জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক স্টাইপেন্ড – উক্ত পদের ক্ষেত্রে Apprenticeship Act, 1961 অনুযায়ী ৮০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

WBPDCL Recruitment 2023 আবেদন পদ্ধতি।

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ স্কিম (NATS) পোর্টাল www.mhrdhats.gov.in -এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর সিস্টেম- জেনারেটেড রেজিস্ট্রেশন অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে হবে। সেটি দিয়ে চাকরিপ্রার্থীদের www.wbpdcl.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।

নিয়োগ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ।

আবেদনকারী প্রার্থীদের ডিগ্রী/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ অর্জিত নম্বরের শতাংশের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। নম্বরের ভিত্তিতে প্রার্থীদের প্রথমে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।সাক্ষাৎকারে সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।
উল্লেখিত ট্রেডের প্রশিক্ষণের ক্ষেত্রে ১ আগস্ট ২০২৩ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া আগামী ২১ আগস্ট, ২০২৩ পর্যন্ত চলবে।

তবে পরীক্ষা বা সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান সমন্ধে এখনও কিছু জানানো হয়নি। ইমেইল বা এসএমএস করে যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই চাকরি সংক্রান্ত আর তথ্য জানতে হলে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেবেন।

আরও পড়ুন – Librarian Recruitment – পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি প্রায় ৬৩২৯ শূন্যপদে কর্মী নিয়োগ, এই নিয়োগের বিস্তারিত জেনে নিন।

Advertisements
Join Join