Advertisement

WBPSC Group-C – পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের WBPSC মাধ্যমে Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।

WBPSC Group-C Recruitment – চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গ WBPSC মাধ্যমে কর্মী নিয়োগের (WBPSC Group-C) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে WBPSC মাধ্যমে গ্রুপ সি (WBPSC Group-C) পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

Advertisement

আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি বিরাট বড় একটি সুখবর। এমন চাকরির সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। উক্ত পদের আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তাহলে-

WBPSC group c recruitment 2023

আরও পড়ুন – WB Summer Vacation: এই মুহূর্তের খবর, বাতিল গরমের ছুটি! কি বললেন মুখ্যমন্ত্রী।

খাদ্য দপ্তরের WBPSC Group-C পদে কর্মী নিয়োগ। (WBPSC group c recruitment 2023).

পদের নামDiarector Of Horticulture
আবেদনকারীর বয়সসীমাএখানে সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতনমাসে ১,২৩,১০০ – ১,৯১,৮০০ টাকা
WBPSC group c recruitment 2023

আবেদন পদ্ধতি (How to apply WBPSC group c recruitment 2023?)

আবেদনকারী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।যেভাবে আবেদন করবেন-

১) অফিসিয়াল ওয়েবসাইটে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
২) আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন লগইন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে।
৩) এরপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
৫) সবশেষে আবেদন পত্রটি পূরণ করা হয়ে গেলে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

WBPSC group c recruitment 2023

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস ( Documents Required for WBPSC group c recruitment form fill up.)

আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে-
আধার কার্ড অথবা ভোটার কার্ড, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ফটোকপি, জাতিগত সংসাপত্র (যদি থাকে), নিজস্ব সিগনেচার,বয়সের প্রমাণপত্র।

নিয়োগ পদ্ধতি (Selection Process For WBPSC group c Recruitment).

আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে পরবর্তীকালে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ এ পাশ করলে সরাসরি চাকরিতে নিযুক্ত করানো হবে।
এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য ভালোভাবে জানতে হলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে। তাই আর সময় নষ্ট না করে অফিশিয়াল নোটিফিকেশনটি ভাল করে পড়ে আবেদন করে নিন।

  • অফিশিয়াল নোটিফিকেশন – Click Here
  • অফিশিয়াল Website – Click Here

আরও পড়ুন – India Post Office Recruitment – অষ্টম শ্রেণি পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বিস্তারিত পড়ুন।

Related Articles

Back to top button