WBSETCL Recruitment – রাজ্যের বিদ্যুৎ দপ্তরে (WBSETCL) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
WBSETCL Recruitment – দীর্ঘদিন ধরে কোন চাকরির খোঁজ করছেন কী? তাদের আপনার জন্য দারুন একটি খবর রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (WBSETCL) তরফে কর্মী নিয়োগের (WBSETCL Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অন্যান্য শূন্যপদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল দেখে নিন-
WBSETCL Recruitment 2023 overview.
প্রতিষ্ঠানের নাম | ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড(WBSETCL) |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbsetcl.in/index.php |
মোট শূন্যপদ | মোট 198 টি শূন্যপদ |
যে শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Assistant Manager (HR&A) :- 10,
- Assistant Engineer (Elect) :- 25,
- Assistant Engineer (IT&CS) : – 06,
- Assistant Engineer (Civil) :- 20,
- Junior Executive (F&A) :- 11,
- Junior Executive (Stores ) :- 11,
- Junior Engineer (Civil) Gr.-ll:- 30,
- Office Executive:- 60,
- Technician Gr. III:- 25,
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা WBSETCL Recruitment 2023
WBSETCL নিয়োগ 2023-এর জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ১.১.২০২৩ অনুযায়ী ৩২ বছর হতে হবে।
আরও পড়ুন – Canara Bank Recruitment – ইন্টারভিউয়ের মাধ্যমে কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ।
আবেদন করবেন কীভাবে ( How to Apply WBSETCL Recruitment 2023 ).
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত নথি সহকারে আবেদন করতে হবে।অনলাইনে আবেদনের জন্য নিম্নের ধাপগুলি দেখুন-
১) প্রথমে WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbsetcl.in/index.php-এ যেতে হবে।
২) এরপর প্রার্থীর ফোন নম্বর, ইমেল আইডি এবং অন্যান্য বিবরণ দিয়ে WBSETCL পোর্টালে নিজের রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এরপর WBSETCL Recruitment 2023 Apply Online-এ ক্লিক করতে হবে।
৪) সমস্ত বিবরণ দিয়ে আবেদনটি পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনলাইন আবেদন ফি দিতে হবে।
৬) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ।
ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে 26/04/2023 থেকে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল 19/05/2023 পর্যন্ত।
এই আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন।উল্লেখিত পদগুলিতে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ে আবেদন করবেন।