অভিনেত্রী নুসরত জাহান অর্ধ উন্মুক্ত বক্ষ বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের স্বীকার
Photo Credit: @nusratchirps
“রাস্তায় জল জমে আছে 4,5 বস্তা বালি আনবেন সঙ্গে করে”
Photo Credit: @nusratchirps
তবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এই অভিনেত্রীকে নিয়ে মাঝে মধ্যেই চর্চার ধুম পড়ে।
Photo Credit: @nusratchirps
যদিও ২০১৯ সালের জুন মাসে নুসরত জাহান পোশাক ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রাজকীয় বিয়ে সেরেছিলেন।
Photo Credit: @nusratchirps
একদল নেটিজেন নুসরতের ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।আর আরেকদল সমালোচনার ঝড় তোলেন।
Photo Credit: @nusratchirps
নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকারও হন ‘সাংসদ’ নুসরত জাহান।তবে ট্রোলারদের কথায় কান না দিয়ে এই অভিনেত্রী মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দেন।
Photo Credit: @nusratchirps
কেউ আবার লিখেছেন ‘পাগল ও এর চেয়ে সুন্দর দেখায়’। কেউ আবার চিংড়ি মাছ’ বলে কটাক্ষ করেছেন।
Photo Credit: @nusratchirps
তবে কারও কারও কাছে আবার তাকে দেখেই ‘অসুস্থ’ লাগছে। একজন লিখেছেন ‘হাল চাষের গরু মতো দেখা যায়’ ।
Photo Credit: @nusratchirps
তবে কারও কারও কাছে আবার হাড্ডি ছাড়া কিছুই নাই শরীরে,’সব হাড্ডি বেরিয়ে এসেছে, এবার তো ঝড় দিলে উড়ে যাবে।
Photo Credit: @nusratchirps
টলিউড অভিনেত্রী নুসরত অনেক বারই ট্রোলের শিকার হয়েছেন। কখনো স্বামী নিয়ে, আবার কখনো সন্তান নিয়ে।
Photo Credit: @nusratchirps