নিউজ দেস্কঃ আগামী ২২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিলো ট্যাক্সি,ওলা ও উবের।টানা ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে তারা।হলুদ ট্যাক্সি চালকদের অভিমত অবস্থা ও ভাড়া নিয়ে কোন হেলদোল নেই রাজ্যের।
অন্যদিকে ওলা ও উবেরদেরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।এই সব কিছুর প্রতিবাদ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারিতে সকাল ৭ টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।