Home নিউজ এবার মমতার বাড়িতে করোনা, গোষ্ঠী সংক্রমনের কথা বলছেন মুখ্যমন্ত্রী

এবার মমতার বাড়িতে করোনা, গোষ্ঠী সংক্রমনের কথা বলছেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, কলকাতাঃ করোনা পরিস্থিতি এখনো চলছে বরং দিনদিন বাড়ছে আক্রান্ত সংখ্যা। ইতিমধ্যে অনেক নেতা মন্ত্রী আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন কেউ তো কেউ করোনার বলি হয়ে মারা গিয়েছেন। তবে এবার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে করোনা ছোবল বসালো।

আরও পড়ুন :  অবশেষে বিজয়াতেই বিদায় নিতে চলেছে বর্ষা

হাথরস কান্ডের জন্য এদিন মূখ্যমন্ত্রী সভা করতে গিয়েছিলেন গান্ধী মূর্তির পাদদেশে আর সেখানেই কোভিড যোদ্ধাদের স্বরণ করতে গিয়ে তিনি বলেন,”আমি বাড়ি গেলে যে ছেলেটা আমাকে চা বানিয়ে দেয় সেও করোনায় আক্রান্ত।

আরও পড়ুন :  টিকা নিয়ে বিদ্রুপ করে অবশেষে, ২০ লক্ষ করােনা টিকা চেয়ে মােদিকে চিঠি ব্রাজিলের প্রেসিডেন্ট বােলসােনারাের

“আরো বলেন,” যে ছেলেটা আমার অফিসে সমস্ত ফোন ধরে সেও করোনায় আক্রান্ত। “অতিমারির জন্য এদের সকলকে একসাথে রাখা হয়েছিল তবুও এরা আক্রান্ত। এ প্রসঙ্গে তিনি গোষ্ঠী সংক্রমনের কথাই তুলে ধরেন। শুক্রবারের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে এদিন ৫৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার যেটি সংখ্যায় ছিলো ৫৯জন অর্থাৎ শূক্রবার ৬ জন কম।

আরও পড়ুন :  জলপাইগুড়ির পদ্মশ্রী করিমূল হকের মানব সেবা সদন সােসাইটি হাসপাতালের লােগাের উদ্বোধন হল মঙ্গলবার

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল