নিউজ দেস্কঃ এই মূহুর্তে রাজ্যে সবচেয়ে চর্চিত বিষয় হলো কয়লা পাচার কান্ড ও গরু পাচার কান্ড।আর এইসব ঘটনার তদন্তের ভার পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে।এবার সেই কান্ডের কিনারা করতে অভিনব কৌশল করেও হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্তরা।সিবিআই আধিকারিক সেজে গোরু বোঝাই গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে।
নিউটাউন ইকো থানার পুলিশ বুধবার রাতে হাতেনাতে ধরে ফেললেন অভিযুক্তদের। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে ধৃতদের।বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় গরু ও কয়লা পাঁচার নিয়ে।ইতিমধ্যে খোঁজ মিলেছে দুই চক্রের চাইয়ের।ধৃতরা হলেন অনুপ মাজি ওরফে লালা ও এনামুল হক।এনামুল সিবিআইয়ের হাতে এলেও অনূপ কিন্তু এখনো অধরাই,পুলিশ তাকে তন্নতন্ন করে খুজছে।রোজকার খবরের শিরোনামে থাকছে এই খবর। সবদিক চিন্তা করে বেশ সুচারুভাবে ফাঁদ পেতেছিলেন পাঁচজন অভিযুক্ত। ভেবেছিলেন সিবিআই আধিকারিক সেজে বড় রকমের টাকার অঙ্ক হাতিয়ে নেবেন।