গত কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না হলেও। উত্তরবঙ্গে একাধিক জায়গায় একটানা বৃষ্টি হয়েছে।তবে শুক্রবার এর পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে। সাধারণত বর্ষা বিদায় নেওয়ার সময় ৩০সেপ্টেম্বর।
তবে পশ্চিমবঙ্গ বাদে দেশের কিছু রাজ্য থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে অবস্থান করছে যার সাথে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া নিম্নচাপ।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর সেগুলি হলো কোচবিহার ও আলিপুরদুয়ার। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ,উওর ও দক্ষিণ দিনাজপুর।
শূক্রবার যেসব জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিংপঙ,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার এ।ভারী বৃষ্টি হতে পারে উওর ও দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি জায়গায় ও মালদহে।