নিউজ ডেস্কঃ নবমীর আলোর রোশনাই হয়ে এল ম্লান। করোনা ছোবল থেকে রক্ষা পেলেন না কোলকাতা পুলিশের কনস্টেবল মনোজকুমার শিং। মহানগরে করোনা সংক্রমণ শুরু হতেই সেই সামনের সারিতে দাড়িয়ে লড়াই করা পুলিশের দলেরই একজন ছিলেন মনোজবাবু।
কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনে কর্মরত ছিলেন মনোজবাবু।সম্প্রতি করোনা সংক্রমণ হওয়াতে ভর্তি হয়েছিলেন হসপিটালে। তবে সব লড়াই শেষ হলো নবমীর সকালে।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে একজন প্রথম সারির করোনা যোদ্ধা ছিলেন তিনি।তবে এ যুদ্ধে হেরে গেলেন।আমরা তার পরিবারের পাশে থাকবো।