Home নিউজ 'মা কিচেন' শুরু হওয়ার দ্বিতীয় দিনেই একটা ডিমের জায়গায় আধখানা ডিম হুগলিতে,...

‘মা কিচেন’ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই একটা ডিমের জায়গায় আধখানা ডিম হুগলিতে, এই নিয়ে বিরােধীদের কটাক্ষ

'মা কিচেন' শুরু হওয়ার দ্বিতীয় দিনেই একটা ডিমের জায়গায় আধখানা ডিম হুগলিতে, এই নিয়ে বিরােধীদের কটাক্ষ

১৫ ফেব্রুয়ারি থেকে কলকাতা-সহ রাজ্যের ২৭ টি জায়গায় মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মা কিচেন এর। যেখানে পাঁচ টাকায় মিলবে ভাত,ডাল, সবজি ও ডিমের তরকারি দিয়ে পেট ভরে খাওয়ার সুযােগ।সমাজের পিছিয়ে পড়া মানুষ ও দুঃস্থদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।একদিনের মধ্যেই পুরাে রাজ্যে এই প্রকল্প ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। দ্বিতীয় দিন সারা রাজ্যের সঙ্গে হুগলী জেলাতেও কয়েকটি জায়গায় চলে এই মা কিচেন। মঙ্গলবার চন্দননগর কর্পোরেশন রবীন্দ্রভবনে জাহ্নবী নিবাসে এই প্রকল্পের আয়ােজন করা হয়েছিল।সেখানে কুপনের মাধ্যমে খাবার খেয়েছেন ৫০ জন।কিন্তু অভিযােগ উঠেছে একটা ডিমের বদলে আধখানা ডিম বরাদ্দ হয়েছে খাওয়ার জন্য।

আরও পড়ুন :  মর্মান্তিক মৃত্যু, হাই টেনশন তার এসে পরল চলন্ত স্কুটিতে, নিমেষে দগ্ধ শিক্ষিকা

আর এই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে বিরোধী মহলে।বিরােধীরা কটাক্ষ করে বলেছেন মানুষ অর্ধেক পেয়েছে আর বাকি অর্ধেক সরকার খেয়েছে।যদিও চন্দননগর পৌরনিগমের কমিশনার স্বপন কুন্ডু জানান একটা ভুল বােঝাবুঝি হয়েছিল। আগামিকাল থেকে সকলে নির্ধারিত পুরাে ডিমই পাবেন,আধখানা নয়।যাঁরা এই মা ক্যান্টিনে আসছেন তাঁরা জানাচ্ছেন, এই সময়ে এত সস্তা দরে খাবার সত্যি অকল্পনীয়। প্রত্যেকদিন এইভাবে খাবার দিলে তাঁদের মতাে পিছিয়ে পড়া মানুষদের আর কোনও অসুবিধা থাকবে না।

আরও পড়ুন :  চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু, বৃহস্পতিবার Delhi যাচ্ছেন তিনি

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল