রাজ্যের আশাকর্মীদের জন্য সুখবর।এইদিন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত আশাকর্মীদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। করোনার মতো সময় প্রায় ৩৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালিয়েছিলেন আশা কর্মীরা।
গত বৃহস্পতিবার পূজো কমিটিগুলির সাথে বৈঠক করেছিলেন মাননীয়া মূখ্যমন্ত্রী। এইদিন তিনি আরো ঘোষণা করেন যে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের ও বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে।
এছাড়াও ঘোষণা করা হয় অবসরের পরে এবার প্রত্যেক অঙ্গনওয়ারী কর্মী তিন লাখ টাকা করে পাবেন।পাশাপাশি রাজ্যের প্রায় ৮১হাজার হকারকে চিহ্নিতকরণ করে প্রত্যেকের হাতে দুই হাজার টাকা করে দেওয়ার কথাও বলেন তিনি।
তিনি বলেছেন,”পূজোর সময় বাড়ির বাচ্চাদের যাতে একটি করে নতুন জামা কিনে দিতে পারেন, তারজন্য এই ব্যবস্থা।”এছাড়াও তিনি এদিন কয়েকজন পূরোহিতের হাতে মাসিক ভাতা ও বাড়ি বানাবার শংসাপত্র তুলে দেন।একটি দমকল বিভাগের উদ্বোধন করেন।হিন্দি ও দলিত আকাদেমীকে পাঁচ কোটি করে টাকা দেন।