Home নিউজ অত্যাধুনিক হচ্ছে লোকাল ট্রেনের রেক, থাকবে দূরত্ব এবং হবে না জারকিংও

অত্যাধুনিক হচ্ছে লোকাল ট্রেনের রেক, থাকবে দূরত্ব এবং হবে না জারকিংও

করোনার দাপটে এমন কোন কিছুই নেই যে পরিবর্তন হয়নি। আগের সবকিছু উলোটপালোট হয়ে নতুন ধাঁচে গড়ে উঠেছে। মানুষের জীবনযাত্রায় ঘটে চলেছে আমুল পরিবর্তন।অন্যান্য সবকিছুর সাথে লোকাল ট্রেনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে বোম্বাডিয়ার কোম্পানিকে দিয়ে আধুনিক রেক তৈরী করাচ্ছে আইসিএফ কোচ ফ্যাক্টরি।

আরও পড়ুন :  টানা ২৬৭ দিন ছুটি নেননি ডক্টর জোসেফের তাই রোগীর কাছে 'সুপারম্যান'

থ্রি ফেজের কয়েকটি কনভেনসনাল রেক এসে পৌছেছে শিয়ালদহে(Sealdah Railway Station) বলে জানিয়েছেন শিয়ালদহ ডিআরএম এসপি সিং। এছাড়াও শিয়ালদহ সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইন্জ্ঞিনিয়ার অরুণ শ্রীবাস্তবের কথায় এগুলো এসি থ্রি ফেজ এ চলে।

কোচের ভেতরে ফোর্স ভেন্টিলেশন থাকায় হাওয়া চলাচল করবে বেশি,সামনাসামনি সিটের দুরত্ব বেশি থাকার কারনে যাত্রীদের একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকবেনা। মাথার উপর থাকবে এয়ারডাক যাত্রী কম থাকলে হাওয়ার তেজ কমতে সাহায্য করবে এটি।

আরও পড়ুন :  বন সহায়ক পদে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা
আরও পড়ুন :  করোনা আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে আগামী চার থেকে ছয় মাস , সাবধানবাণী বিল গেটসের

মহিলা কামরায় থাকছে সিসিটিভি।যার ফলে অপরাধ রোখা যাবে ট্রেনের ভিতরে বলে এমনটাই মনে করা হচ্ছে।এছাড়াও থাকছে রি জেনারেটিং ব্রেকিং সিস্টেম যার ফলে এনার্জি এফিসিয়েন্ট হবে এর ফলে কিছু শক্তি ফিরে আসবে নষ্ট না হয়েই। ত্বরণ ও মন্দণ বেশি।

আরও পড়ুন :  এবার বাস্তবে গাছ থেকে ঝরছে ৫০০ টাকার নোট! দৌঁড়াচ্ছে মানুষ

ট্রেন ছাড়লে গতি বাড়া বা হঠাৎ ব্রেক কষলে একে অন্যের গায়ে পড়ার সম্ভাবনা কম হবে উপরন্তু দাড়িয়ে পড়তেও অসুবিধা হবেনা।এরকম অনেক কয়েকটি রেক এসে পৌছালেও তাদের আরো আধুনিক মডেলের তৈরী করা হচ্ছে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল