Home নিউজ এবার ৬টাকায় ১কোটি হাওড়ার ডোমজুরের উত্তর ঝাঁপরদহ শক্তি দাসের সঙ্গে

এবার ৬টাকায় ১কোটি হাওড়ার ডোমজুরের উত্তর ঝাঁপরদহ শক্তি দাসের সঙ্গে

৬টাকায় ১কোটি! বিশ্বাস হচ্ছে না তো? তবে শুনুন এমনটাই ঘটেছে হাওড়ার ডোমজুরের উত্তর ঝাঁপরদহ শক্তি দাসের সঙ্গে। নুন আনতে পানতা ফুরোয় এই শক্তি দাস পেশায় দুধ বিক্রেতা।

তিনি দোকানে দোকানে দুধের প্যাকেট বিলি করে যৎসামান্য আয় দিয়ে সংসার চালাতেন। করোনার প্রকোপে সেই আয় কমে গিয়েছিল অনেকটাই। নিতান্ত শখ করেই শনিবার রাজ্য সরকারের ডিয়ার লটারির ৬টাকা মূল্যের ৫টি টিকিটের একটি সিরিজ কিনেছিলেন তিনি।

আরও পড়ুন :  "এনডিএ ক্ষমতায় ফিরলে নীতিশকুমারই আবার মূখ‍্যমন্ত্রী হবেন?" অরুণ সিং

ঐ দিন খেলা থাকলেও কোন কারন বসত ফলাফল দেখতে পারেননি তিনি। তবে পরদিন গিয়ে ফলাফল দেখে তার চোখ ছানাবড়া। তিনি হঠাৎই স্তম্ভিত হয়ে গিয়ে ভাবছিলেন স্বপ্ন দেখছেন না তো। যদিও শেষমেশ তিনি ভীষণ উৎফুল্ল কারন লটারির প্রথম পুরুস্কার জিতে তিনি পেয়ে গেছেন ১কোটি টাকা।

আরও পড়ুন :  "এনডিএ ক্ষমতায় ফিরলে নীতিশকুমারই আবার মূখ‍্যমন্ত্রী হবেন?" অরুণ সিং

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল