Home ভাইরাল এবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডএ নাম কোচবিহারের দেবাশীষ মুখোপাধ্যায় এর

এবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডএ নাম কোচবিহারের দেবাশীষ মুখোপাধ্যায় এর

নিউজ ডেস্ক: সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড'(International book of records)এ নাম উঠলো কোচবিহারবাসী দেবাশীষ মুখোপাধ্যায়ের।শিল্পী স্বত্বাটা তার রক্তে মিশে ছিল ছোট থেকেই।

এবার সেই শিল্পী স্বত্বার সম্মান পেলেন তিনি।মেথি কালোজিরা দিয়ে ১৬সেন্টিমিটার বাই ১১সেন্টিমিটার এর সবচাইতে ক্ষুদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের মুখায়বয়ব বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন দেবাশীষ বাবু। কোচবিহার শহরের আইস বারের পাশের ইমারত এর তৃতীয় তলের একটি ছোট্ট ঘরে প্রবেশ করলেই দেখতে পাবেন দেবাশীষ বাবুর এক একটি অনন্য চোখ ধাধানো ছবি ও কাজ।

আরও পড়ুন :  আর্মি ক‍্যান্টিনে খাবার খেতে চলে আসলো হাতি!

এগুলো ছাড়াও তিনি সঙ্গীত ও বাদ্যযন্ত্রে সমান পারদর্শী।এই সম্মান পেয়ে খুবই খুবই খুশি তিনি।এ প্রসঙ্গে তিনি বলেছেন আমার এই কাজে সমস্ত অনুপ্রেরণা দিতেন আমার স্ত্রী সীমা।সেকারনেই তিনি তার খুশির খবর সর্বপ্রথম সীমাদেবীর সাথেই ভাগ করে নেন।বর্তমানে তিনি পেশায় প্রাথমিক শিক্ষক।

আরও পড়ুন :  মৃত্যুর ৪৫ মিনিট বাদে বেঁচে উঠলেন পর্বতারোহী, তাজ্জব হয়ে গিয়েছেন হাসপাতালের নার্সও

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল