নিউজ ডেস্কঃ সম্প্রতি হাতির হানায় ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায় বিপুল পরিমাণ আলুর ক্ষেত হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়।
আজ সেই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা গয়েরকাটায় বনদপ্তরের মোরাঘাট রেঞ্জ অফিসে অবস্থান বিক্ষোভে শামিল হলেন। পুলিশের সাথে ধস্তাধস্তি তেও জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যদিও পুলিশ সূত্রে খবর, আন্দোলনকারী আগে কোন অনুমতি না নিয়েই হঠাৎ করে বনদপ্তরের অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন, য়া আইন বিরুদ্ধ।
সসম্পূর্ণ এফ পি সি এলাকার মানুষের ফসলের ক্ষতি হয়। বনদপ্তর কে বিষয় টি জানালেও তারা কোন ব্যবস্থা নেন নিতাই বাধ্য হয়েই এদিন আমরা গয়েরকাটায় মোরাঘাট রেঞ্জ অফিসে এসে অবস্থান বিক্ষোভে শামিল হই বলে জানান বিক্ষোভকারীরা। তবে দপ্তরে ঢুকতে গেলে আমাদের বাধার মুখে পড়তে হয়। যদিও পড়ে মোরাঘাট রেঞ্জ অফিসারের সাথে আলোচনার অবস্থান বিক্ষোভ থেকে সরে আসেন আন্দোলন কারীরা।