নিউজ ডেস্কঃ বিজেপিতে শুভেন্দু অধিকারী মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের মেগা সভায় পদ্মশিবিরে
যােগ দিলেন শুভেন্দু অধিকারী। সভায় শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত থেকে পদ্মশিবিরের পতাকা তুলে নিলেন তিনি। তাঁর সঙ্গেই বিজেপিতে যােগ দিলেন বিধায়ক-সাংসদ সহ ১ জন হেভিওয়েট।
তাঁর সঙ্গেই বিজেপিতে যােগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত , পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখােপাধ্যায়, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল , তমলুকের বিধায়ক অশােক দিন্দা, কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ড, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস সহ পূর্ব বর্ধমানের
সাংসদ সুনীল মণ্ডল প্রমুখ।সেইসঙ্গে যােগ দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি, কার্তিক পাল, দেবাশিস মজুমদার
বাণী সিং রায়, ফিরােজ খান প্রমুখ।তৃণমূলের সঙ্গে একুশ বছরের সম্পর্ক ছিন্ন করে এদিন বিজেপিতে যােগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিজেপিতে যোগদানের আগে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ৭ পাতার চিঠিও লেখেন।