Home রাজ্য উত্তরবঙ্গ হিন্দু রীতিনীতি মেনেই পুতুলের সাথে পুতুলের এমনি এক বিয়ের সাক্ষী থাকল ধুপগুড়িবাসি

হিন্দু রীতিনীতি মেনেই পুতুলের সাথে পুতুলের এমনি এক বিয়ের সাক্ষী থাকল ধুপগুড়িবাসি

নিউজ ডেস্কঃ ছেলে মেয়ের বিয়েতো দেখেছেন অনেকেই কিন্তু পুতুলের সাথে পুতুলের বিয়ে এ আবার কেমন বিয়ে এমনি এক বিয়ের সাক্ষী থাকল ধুপগুড়িবাসি।ধুপগুড়ির মিলপাড়া সুভাষপল্লির খুদে খুদে শিশুরা আয়োজন করল পুতুলের সাথে পুতুলের বিয়ে। ৩১ ডিসেম্বর বছরের শেষদিন এই বিয়ের আয়োজন করা হয়েছিল।সমস্ত হিন্দু রীতিনীতি মেনেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল।নিমন্ত্রিত প্রায় শতাধিক লোকের জন্য আবার বউভাতের ব্যবস্থা করা হয়েছিল।বউভাতের মেনুতে ছিল লুচি, ঘুগনি, পায়েস।করোনা আবহে সমস্ত স্কুল বন্ধ অনেকদিন থেকেই তাই খুদেরা মিলে বিয়ের আয়জন করেছে।পুতুলের বিয়ে হলেও বাদ যায়নি বিয়ের কোনো আচার অনুষ্ঠান।

আরও পড়ুন :  বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িলো তপনের তৃণমুল কংগ্রেসের কর্মী ও সদস্যরা

The people of Dhupguri witnessed such a marriage of a doll with doll according to Hindu custom

বুধবার রাতে গঙ্গা নেমন্তনের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে শুরু হয় বিয়ের মুল আয়োজন নদী থেকে জল আনা, এরপর গায়ে হলুদ দিয়ে বর বউকে স্নান করানো হয়।বর বউকে সাজিয়ে তোলা হয় এমনকি বরের নাম রাখা হয় আবির আর বউয়ের নাম অঞ্জলি।এরপর বিয়ের সমস্ত নিয়ম কানুন মেনে বিয়ে সম্পন্ন করা হয়।মালাবদল থেকে শুরু করে হয় সিঁদুরদান, সাতপাক ঘোড়া সমস্ত আয়জন করা হয়েছিল। বর বউকে ঘরে ঢোকার মুখে আটকে দেওয়া হয় এবং বরের থেকে ৫০০ টাকা নিয়ে ঘরে ঢোকানো হয়।এই বিয়ে দেখতে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যায়। সকলেই খুব আনন্দ করে এই পুতুলের বিয়েতে।

আরও পড়ুন :  'ওয়ার্ক ভিসা' এবং 'ইমিগ্রান্ট ভিসা' তিন মাস জন্য স্থগিত রাখার নির্দেশ ট্রাম্পের

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল