গোটা রাজ্যজুড়ে বিধানসভা ভোটের দামামা বাজা শুরু হয়ে গিয়েছে।এবার দুই শিবির তৃনমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে।চলতি সপ্তাহে রাজ্যে এসে পৌঁছে যাবে তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
তবে এই ভোটের কারনে মানুষের সুরক্ষার কথা ভুলে গেলে চলবেনা।সেকারণে আগামী দশদিনের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকর্মীদের টিকাকরন সম্পন্ন হবে।টিকা দেওয়া হবে প্রায় ছয় লক্ষের কাছাকাছি ভোটকর্মীদের।এতদিন এই টিকাকরনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছিল স্বাস্থ্যকর্মীদের। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে বর্তমানে তা স্থগিত রাখা হয়েছে।
আর ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতর টিকাকরনের কাজও শুরু করেও দিয়েছে।
এ প্রসঙ্গে রাজ্য টিকাকরনের নোডাল অফিসার অসীম দাস মালাকার জানিয়েছেন,’ভোটের কাজে যারা যুক্ত হবেন,তাদের মধ্যে স্বাস্থ্য,পুলিশ ও ফ্রন্টলাইন কর্মী।দেখা যাচ্ছে এদের মধ্যে অনেকেই আগেই টিকা নিয়েছেন।তাই তাদের বাদ দেওয়া হবে।স্বাভাবিক ভাবেই সংখ্যা কিছুটা হলেও কমবে।’