Advertisement
লাইফস্টাইল

Cigarette meaning in Bengali: সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না! না জানলে জেনে নিন

আসলে ব্যবহারের অভাবে সেই সব বাংলা শব্দ আজ হারিয়ে গিয়েছে।এমনই কিছু শব্দের বাংলা অর্থ সরকারি চাকরির ইন্টারভিউতে প্রায়ই প্রশ্ন করা হয়। এই ধরনের প্রশ্ন প্রার্থীদের বিভ্রান্ত করে।

Cigarette meaning in Bengali: এমন কিছু কিছু শব্দ রয়েছে যা আমরা মূলত ইংরেজিতে বলেই অভ্যস্ত। এমনকি তার বাংলা অর্থ কি তা বেশিরভাগ মানুষেরই অজানা। কিন্তু তাই বলে কি সেইসব শব্দগুলির কোনও বাংলা নেই? তা নিশ্চই নয়। আসলে ব্যবহারের অভাবে সেই সব বাংলা শব্দ আজ হারিয়ে গিয়েছে।এমনই কিছু শব্দের বাংলা অর্থ সরকারি চাকরির ইন্টারভিউতে প্রায়ই প্রশ্ন করা হয়। এই ধরনের প্রশ্ন প্রার্থীদের বিভ্রান্ত করে।

Advertisement

প্রতিবছর লক্ষ লক্ষ যুবক সরকারি চাকরির পরীক্ষা দেন। তাঁদের মধ্যে অনেকেই লিখিত পরীক্ষায় পাশ করে যান। কিন্তু আটকে যান ইন্টারভিউতে।কারন তারা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান।কিন্তু সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়।

Advertisement
আরও পড়ুন :  স্রেফ রাজ্য নয়, দেশেও আগে কখনও হয়নি ! ৩৫ সপ্তাহের ভ্রুণের গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

ইন্টারভিউ যাঁরা নেন তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব।আসলে সরকারি চাকরির ইন্টারভিউতে চাকরিপ্রার্থীর বুদ্ধিমত্তা যাচাই করতে এমন কিছু প্রশ্ন করা হয় যে শব্দের বাংলা অর্থ জানা আছে কিনা তা দেখার জন্য।

Advertisement

মূলত মানসিক জোর সাধারণ জ্ঞান সামাজিক শিষ্টাচার এবং প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা করার জন্য সাধারণ কিছু প্রশ্ন করা হয়। বিষয় ভিত্তিক প্রশ্ন সব পরীক্ষার্থীকে কমবেশি করা হয়। তবে বিষয়ভিত্তিক প্রশ্নের আগে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।সেই প্রশ্নগুলি অতি সাধারণ।এর জবাবও সহজ হয়।এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল যেগুলি প্রায়শই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে।জেনে নেওয়া যাক এমনই কিছু প্রশ্নের উত্তর।

Advertisement
 • প্রশ্ন- সিগারেটকে বাংলায় কী বলে (Cigarette meaning in Bengali) ?

উত্তর- সিগারেটকে বাংলায় বলা হয় “ধূমপান দণ্ড”।

 • প্রশ্ন- কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?

উত্তর- নরওয়ে।

 • প্রশ্ন- একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?

উত্তর- কারণ, সে দিনে নয় রাতে ঘুমায়।

 • প্রশ্ন- আইনজীবীরা কেন শুধু কালো কোটপরেন?

উত্তর- কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।

 • প্রশ্ন- বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?

উত্তর- সুইজারল্যান্ড।

 • প্রশ্ন- মানুষের চোখের ওজন কত গ্রাম?

উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।

 • প্রশ্ন- কোন জিনিস যত বেশি পরিষ্কার করবেন তত কালো হবে?

উত্তর – ব্ল্যাকবোর্ড।

 • প্রশ্ন- দিল্লির আগে ভারতের রাজধানী কী ছিল?

উত্তর – কলকাতা

 • প্রশ্ন – কোন জিনিসের কোনও ছায়া নেই?

উত্তর – রাস্তা।

 • প্রশ্ন – এমন কোন জিনিস যা যে কোনও মানুষ একবারই দেখতে পায় ?

উত্তর – ঘুমন্ত স্বপ্ন।

 • প্রশ্ন- মানুষের শরীরের কোন অংশ প্রত্যেক দু-মাসে বদলায়?

উত্তর- আইব্রো বা ভ্রু।

Related Articles

Back to top button